Ajker Patrika

শেষ ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারাল উইন্ডিজ

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬: ১৭
শেষ ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারাল উইন্ডিজ

নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শেষ ওভার রোমাঞ্চকর। স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। উইকেটে জমে যাওয়া দুই ব্যাটার ক্যাটি মার্টিন ও জেস কের এই সমীকরণ মেলাতে পারেননি।

অন্তিম ওভারে একরকম বাজিই ধরেছিলেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলর। সর্বশেষ ৯ ওয়ানডেতে বোলিং না করা ডিন্ড্রা ডটিনের হাতে তুলে দেন বল। 

অধিনায়কের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন ডটিন! প্রথম বলে দেন এক রান। দ্বিতীয় বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ করেন মার্টিনকে (৪৪)। বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত ক্যারিবীয় মেয়েদের জোরালো আবেদনে সাড়া দিলে রিভিউ নেন মার্টিন। তবে শেষ রক্ষা হয়নি। 

নতুন ব্যাটার হানাহ রো তৃতীয় বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন কেরকে। চতুর্থ বলে আবার ডটিনের আঘাত। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন কের (২৫)। দুই বলে দরকার ৪ রান। ডটিনের পঞ্চম ডেলিভারি ব্যাটেই লাগাতে পারেননি রো। বল যায় কিপারের হাতে। দ্রুত বাই নিতে গিয়ে রানআউট একটি বলও না খেলা ফ্রান জোনাস। 

৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে উইন্ডিজ। ২৫৬ রানে শেষ হয় কিউই মেয়েদের ইনিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থ ডটিনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক টেলর, ‘ভাবছিলাম, শেষ ওভারটা কাকে দিয়ে করানো যায়। ও (ডটিন) নিজেই এসে বলল, সে করতে চায়। ও সত্যিকারের সাহসী।’ 

এর আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২৮ বলে দলের হয়ে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজ। ১৬ চার আর ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। ম্যাচ-সেরাও হয়েছেন ম্যাথুজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত