জোহানেসবার্গ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮৪ রানের জয়ে ক্যারিবিয়ানদের ধবলধোলাইও করল প্রোটিয়ারা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল।
চতুর্থ দিনে করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে থামে ৩২১ রানে। উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯১ রান। এত বিশাল লক্ষ্যের সামনে পড়ে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা।
শুধু উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু জেসন হোল্ডারের সঙ্গে তাঁর ৪৮ রানের জুটি ভাঙার পর বেশিক্ষণ আর স্থায়ী হয়নি সফরকারীদের দ্বিতীয় ইনিংস। দুজনকেই ফেরান গেরাল্ড কোয়েৎজি।
প্রোটিয়ারা দিন শুরু করে ৭ উইকেটে ২৮৭ রানে নিয়ে। আগের দিন ৭ বছর পর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া টেম্বা বাভুমা অবশ্য ইনিংসটাকে টানতেই পারেননি। ১৭১ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়া অধিনায়ক আর এক রান করতেই সাজঘরে ফেরেন। স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৩২০ রান। হোল্ডারের নৈপুণ্যে উইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ পায় ২৫১ রান।
অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন বাভুমা। জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রান করে ম্যাচসেরা হয়েছেন বাভুমা। সিরিজসেরা হয়েছেন এইডেন মার্করাম।
জোহানেসবার্গ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮৪ রানের জয়ে ক্যারিবিয়ানদের ধবলধোলাইও করল প্রোটিয়ারা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল।
চতুর্থ দিনে করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে থামে ৩২১ রানে। উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯১ রান। এত বিশাল লক্ষ্যের সামনে পড়ে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা।
শুধু উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু জেসন হোল্ডারের সঙ্গে তাঁর ৪৮ রানের জুটি ভাঙার পর বেশিক্ষণ আর স্থায়ী হয়নি সফরকারীদের দ্বিতীয় ইনিংস। দুজনকেই ফেরান গেরাল্ড কোয়েৎজি।
প্রোটিয়ারা দিন শুরু করে ৭ উইকেটে ২৮৭ রানে নিয়ে। আগের দিন ৭ বছর পর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া টেম্বা বাভুমা অবশ্য ইনিংসটাকে টানতেই পারেননি। ১৭১ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়া অধিনায়ক আর এক রান করতেই সাজঘরে ফেরেন। স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৩২০ রান। হোল্ডারের নৈপুণ্যে উইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ পায় ২৫১ রান।
অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন বাভুমা। জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রান করে ম্যাচসেরা হয়েছেন বাভুমা। সিরিজসেরা হয়েছেন এইডেন মার্করাম।
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
২৭ মিনিট আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৪ ঘণ্টা আগে