নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের জয়ের লক্ষ্য ছিল ৮৮ রান। হাতে ছিল পুরো ২ দিন। এক রকম শিরোপার সুবাস গতকালই পাচ্ছিল দলটি। আজ ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন একটু কঠিন করে হলেও সেই লক্ষ্যে পৌঁছায় রংপুর। সিলেটকে ৫ উইকেট হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২২-২৩ মৌসুমের শিরোপা জিতেছে আকবর আলীর দল।
শিরোপা জিততে শেষ রাউন্ডে রংপুরের ড্র করলেই হতো। ৮১ রানে পিছিয়ে থাকা সিলেট গতকাল দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায়। এতে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৮৮। লক্ষ্য ছোট হলেও তানজিম হাসান সাকিব ও এবাদত হোসেনদের বোলিংয়ে নাকাল হয়েছেন রংপুরের ব্যাটাররা। এই লক্ষ্যে পৌঁছাতে দলটি হারিয়েছে ৫ উইকেট।
মিম মোসাদ্দেক দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেছেন। এছাড়া রিশাদ হোসেন ২০ ও আকবর আলি ১৮ রান করেন। সিলেটের হয়ে তানজিম হাসান ৩টি, এবাদত ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান এবং রংপুর করেছিল ১৮৮ রান। ৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র ও হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। সমান ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ২১ পয়েন্ট নিয় দুইয়ে সিলেট। শেষ রাউন্ডে ঢাকা যদি চট্টগ্রামকে হারাতে পারে তাহলে সিলেট টেবিলের তিনে চলে যাবে। স্তর-১ থেকে স্তর-২ এ অবনমন হচ্ছে চট্টগ্রামের।
২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে প্রথম শিরেপা জিতেছিল রংপুর। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে