Ajker Patrika

সৈকতের পরের পরীক্ষা ভারতে

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৬
ভারতের মাঠেও আম্পায়ারিং করতে সৈকত যাবেন বলে শোনা যাচ্ছে। ছবি: ফাইল ছবি
ভারতের মাঠেও আম্পায়ারিং করতে সৈকত যাবেন বলে শোনা যাচ্ছে। ছবি: ফাইল ছবি

যশস্বী জয়সওয়ালের এক আউটেই ভারতীয়দের রোষানলে পড়েছেন শরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দেশটির ভক্ত-সমর্থকেরা সৈকতকে নিয়ে রীতিমতো বিদ্রুপ করছেন। শুধু তাই নয়, সুনীল গাভাস্কার, রবিচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় তারকারাও খোঁচা মেরেছেন বাংলাদেশের আম্পায়ারকে। এই টালমাটাল অবস্থার মধ্যেই সৈকত ভারতে যাবেন বলে শোনা যাচ্ছে।

এ মাসের শেষেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ভারতের মাঠে হতে যাওয়া এই সিরিজে হবে ৮ ম্যাচ। সূত্র জানিয়েছে, সাদা বলের এই সিরিজে আম্পায়ারিং করতে ভারতে যাবেন সৈকত। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়রা বাংলাদেশি আম্পায়ারকে কীভাবে স্বাগত জানাবে, সেটিই দেখার। কারণ, উপমহাদেশের ক্রিকেট উন্মাদনার কথা কারও অজানা নয়। আবেগের বশে ভক্ত-সমর্থকেরা অনেক সময় অপছন্দের ক্রিকেটার, আম্পায়ারদের দুয়োধ্বনি দিয়ে থাকেন। অনেক সময় গ্যালারিতে ব্যঙ্গচিত্রের প্ল্যাকার্ডও দেখা যায়।

২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৬,৯ ও ১২ ফেব্রুয়ারি হবে সিরিজের তিন ওয়ানডে। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই সিরিজের আম্পায়ারদের নাম এখনো প্রকাশ করেনি। ভারত-ইংল্যান্ড সিরিজের আগে সৈকতের হাতে থাকছে আরও এক ম্যাচ। সিডনিতে আগামীকাল শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সৈকত ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। মাঠের আম্পায়ার জয়সওয়ালকে আউট না দেওয়ায় বুধবার ম্যাচের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। স্নিকোমিটারে তেমন কিছু না পাওয়ার পরও ভারতীয় ব্যাটারকে আউট দিয়েছেন সৈকত।বাংলাদেশের আম্পায়ারের মতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে পৌঁছানোর আগেই বলের গতিপথ বদলে গেছে। জয়সওয়াল যে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, সেটা তাঁর (জয়সওয়াল) প্রতিক্রিয়া দেখেই বোঝা গেছে। মাঠেই আম্পায়ারদের ওপর ভারতীয় ব্যাটার ক্ষোভ ঝেড়েছেন।

জয়সওয়ালের আউট নিয়ে বেশিরভাগ ভারতীয় খেপলেও সৈকতের এই সিদ্ধান্ত বেশ প্রশংসিত হয়েছে ক্রিকেট বিশ্বে। বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তকে অনেকে সাহসী সিদ্ধান্ত বলেছেন। মাইকেল ভন, মার্ক ওয়াহর মতো ক্রিকেট বিশেষজ্ঞদের চোখে সৈকতই সঠিক। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক মানছেন পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়া সায়মন টফেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত