তাঁর কোচিং ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। মাত্র পাঁচ বছরের। এর মধ্যে আবার বিরতিও আছে। এই স্বল্প সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবকটিই অবশ্য রিয়ালে প্রথম অধ্যায়ে।
দ্বিতীয় অধ্যায়টা অবশ্য হতাশার কেটেছে জিজুর। শিরোপাহীনভাবে শেষ করেছেন মৌসুম। গত বছর ফের সাময়িক নির্বাসনে চলে যান ফরাসি কিংবদন্তি। গুঞ্জন আছে, আসন্ন কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিজু। এ কারণেই নাকি সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার।
এর মধ্যেই চমকপ্রদ একটা খবর দিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট। তিনি আভাস দিলেন মৌসুম শেষে প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে যোগ দিতে পারেন জিদান। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ কর্তার ইঙ্গিতটা অবশ্য উড়িয়ে দেওয়ার উপায় নেই।
কারণ জিজুর কাছের লোকদের একজন জিদান। ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশাম বিশ্বকাপের পর সরে দাঁড়ালে তাঁর উত্তরসূরি হিসেবে জিদানের কথা ভাবছেন তিনি। গ্রায়েট নিজেও মুখ ফুটে বলেছেন। কিন্তু জিজু কী করবেন এ নিয়েই যতো জল্পনা।
আজ ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে এফএফএফ প্রেসিডেন্ট বলেছেন, 'আপনি কী বলছেন, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদে সে তার (কোচিং) দক্ষতা দেখিয়েছে। যদি দিদিয়ের (দেশাম) এবং আমার পথ আলাদা হয়ে যায় তখন নিশ্চিতভাবেই সে একটা বিকল্প হতে পারে। জিদান মনে হয় পিএসজির দায়িত্ব দেবেন। দেখা যাক কী হয়।'
অবশ্য পিএসজিতে এখনো দায়িত্বে আছেন মাওরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে আর্জেন্টাইন কোচকে সরিয়ে দিতে পারে পিএসজি।
তাঁর কোচিং ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। মাত্র পাঁচ বছরের। এর মধ্যে আবার বিরতিও আছে। এই স্বল্প সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবকটিই অবশ্য রিয়ালে প্রথম অধ্যায়ে।
দ্বিতীয় অধ্যায়টা অবশ্য হতাশার কেটেছে জিজুর। শিরোপাহীনভাবে শেষ করেছেন মৌসুম। গত বছর ফের সাময়িক নির্বাসনে চলে যান ফরাসি কিংবদন্তি। গুঞ্জন আছে, আসন্ন কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিজু। এ কারণেই নাকি সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার।
এর মধ্যেই চমকপ্রদ একটা খবর দিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট। তিনি আভাস দিলেন মৌসুম শেষে প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে যোগ দিতে পারেন জিদান। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ কর্তার ইঙ্গিতটা অবশ্য উড়িয়ে দেওয়ার উপায় নেই।
কারণ জিজুর কাছের লোকদের একজন জিদান। ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশাম বিশ্বকাপের পর সরে দাঁড়ালে তাঁর উত্তরসূরি হিসেবে জিদানের কথা ভাবছেন তিনি। গ্রায়েট নিজেও মুখ ফুটে বলেছেন। কিন্তু জিজু কী করবেন এ নিয়েই যতো জল্পনা।
আজ ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে এফএফএফ প্রেসিডেন্ট বলেছেন, 'আপনি কী বলছেন, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদে সে তার (কোচিং) দক্ষতা দেখিয়েছে। যদি দিদিয়ের (দেশাম) এবং আমার পথ আলাদা হয়ে যায় তখন নিশ্চিতভাবেই সে একটা বিকল্প হতে পারে। জিদান মনে হয় পিএসজির দায়িত্ব দেবেন। দেখা যাক কী হয়।'
অবশ্য পিএসজিতে এখনো দায়িত্বে আছেন মাওরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে আর্জেন্টাইন কোচকে সরিয়ে দিতে পারে পিএসজি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে