Ajker Patrika

ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না কোহলিরা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০: ১১
ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না কোহলিরা

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই। 

সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’। 

গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা। 

লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন। 

REPLACEইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার। 

ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন। 
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের। 

জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড। 

গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে? 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত