Ajker Patrika

বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের একাদশ দেখে খেপেছেন আকমল 

বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের একাদশ দেখে খেপেছেন আকমল 

রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। টেস্টের দুই দিন আগে গত রাতে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যেটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের। 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে খেলোয়াড় ছেড়ে দেওয়ার মিশনে নামে পাকিস্তান। প্রথমে আবরার আহমেদ ও কামরান গুলামকে টেস্ট দল থেকে বাদ দিয়ে তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। পরে আমির জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরাল পাকিস্তান। প্রথম টেস্টের যে একাদশ পাকিস্তান দিয়েছে, সেটা পেস নির্ভর একাদশ। বাবর আজম, সালমান আলী আগা স্পিনার হলেও তাঁরা কালেভদ্রে বোলিং করেন। বাংলাদেশের  বিপক্ষে একাদশ নিয়ে ক্রিকেট পাকিস্তানকে গতকাল আকমল বলেন,  ‘জেসন গিলেস্পির (পাকিস্তানের টেস্টে বর্তমান কোচ) অধীনে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতা নিয়ে কথা বলছি। তবে অস্ট্রেলিয়া কি নাথান লায়ন ছাড়া খেলতে পারত? ভারত কি অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে খেলত? না, তারা সেটা করত না। আপনার আবরার আছে। তবে আপনারা তার (আবরার) আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছেন।’ 

মুলতানে ২০২২ এর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আবরারের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তান নিয়মিত ম্যাচ খেললেও আবরার খেলেছেন ৯ ম্যাচ। যেখানে পাকিস্তানের তরুণ লেগস্পিনার খেলেছেন ৬ টেস্ট এবং ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আবরার নিয়ে আকমল বলেন, ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে সেই ছেলেটার (আবরার) ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তার ফিটনেস এবং মাঠের বাইরের ঘটনাকে ফলাও করে প্রচার করা হচ্ছে।’ 

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ 
আব্দুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী 

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত