নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিবর্ণ শুরুর পর এনামুল হক বিজয় ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিজয় ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। ৪০-এর বেশি টানা তিন ইনিংস খেলার পর আজ বিজয় পেয়েছেন সেঞ্চুরি।
বিজয় আজ সেঞ্চুরি করেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে বিজয় খেলেছেন ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা হলো ২১। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ তে সর্বোচ্চ ২৪ সেঞ্চুরির রেকর্ড তামিমের। এবারের ডিপিএলে তিনি টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।
৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান এখন পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। মুশফিকুর রহিম ১৩ বলে ১০ রানে ব্যাটিং করছেন। আরিফুল ইসলাম ৪ বলে করেছেন ১ রান। ওপেনার রনি তালুকদার ৯০ বলে চারটি করে চার ও ছক্কায় ৭৪ রান করেন। অধিনায়ক তামিম ৩৪ বলে করেছেন ৪৮ রান।
স্বীকৃত ক্রিকেটে বিজয় এখন পর্যন্ত ৪৮ সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন তিন বার। লিস্ট ‘এ’ সংস্করণের ২১তম সেঞ্চুরি তো আজই করেছেন তিনি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিবর্ণ শুরুর পর এনামুল হক বিজয় ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিজয় ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। ৪০-এর বেশি টানা তিন ইনিংস খেলার পর আজ বিজয় পেয়েছেন সেঞ্চুরি।
বিজয় আজ সেঞ্চুরি করেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে বিজয় খেলেছেন ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্যা হলো ২১। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ তে সর্বোচ্চ ২৪ সেঞ্চুরির রেকর্ড তামিমের। এবারের ডিপিএলে তিনি টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।
৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান এখন পর্যন্ত ৩৪ ওভারে ৪ উইকেটে ১৭৭ রান করেছে। মুশফিকুর রহিম ১৩ বলে ১০ রানে ব্যাটিং করছেন। আরিফুল ইসলাম ৪ বলে করেছেন ১ রান। ওপেনার রনি তালুকদার ৯০ বলে চারটি করে চার ও ছক্কায় ৭৪ রান করেন। অধিনায়ক তামিম ৩৪ বলে করেছেন ৪৮ রান।
স্বীকৃত ক্রিকেটে বিজয় এখন পর্যন্ত ৪৮ সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৪। স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন তিন বার। লিস্ট ‘এ’ সংস্করণের ২১তম সেঞ্চুরি তো আজই করেছেন তিনি।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
২৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৩৩ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে