Ajker Patrika

পাকিস্তানের লিগে সর্বোচ্চ দামি ক্যাটেগরিতে সাকিব-মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
পিএসএল ড্রাফটে সর্বোচ্চ দামি ক্যাটেগরির তালিকায় মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
পিএসএল ড্রাফটে সর্বোচ্চ দামি ক্যাটেগরির তালিকায় মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে অনেক বিদেশি তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন। ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসনের মতো তারকাদের সঙ্গে আছেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ড্রাফটের সর্বোচ্চ দামি ক্যাটেগরিতে নাম পড়েছে দুই বাংলাদেশির।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটেগরিতে থাকা ৪৪ বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সাকিব-মোস্তাফিজের নাম আছে এই তালিকায়। সর্বোচ্চ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটাররা পিএসএলে ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত আয় করে থাকেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৫৯ লাখ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা।

পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটেগরির ৪৪ বিদেশির মধ্যে সর্বোচ্চ ১৩ ক্রিকেটার অস্ট্রেলিয়ার। ওয়ার্নার, উসমান খাজাদের সঙ্গে আছেন ক্রিস লিন, ম্যাথু শর্ট, অ্যাশটন অ্যাগারের মতো টি-টোয়েন্টির তারকারা। এই ক্যাটেগরিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮ ক্রিকেটার আছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। এই তালিকায় উইন্ডিজের পাঁচ ক্রিকেটার আছেন। দক্ষিণ আফ্রিকার আছেন ৪ ক্রিকেটার। বাংলাদেশের মতো আফগানিস্তান, শ্রীলঙ্কারও দুই জন করে ক্রিকেটার আছেন প্লাটিনাম ক্যাটেগরিতে। আফগানদের থেকে আছেন মুজিব উর রহমান ও নাভিন উল হক। শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক চারিথ আসালাঙ্কার সঙ্গে এখানে আছেন কুশল মেন্ডিস। দশম পিএসএলের ড্রাফট হবে আগামীকাল।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে।কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চাচ্ছেন পিসিবি।একই সময়ে চলবে ১৮তম আইপিএল। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এবার নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত