নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের রেখে যাওয়া মাঝমাঠের শূন্যস্থান পূরণ করতে স্বদেশি তরুণ মিগেল ফেরেইরা দামাসিনোকে এনেছে বসুন্ধরা কিংস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের কাজ হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর বলের জোগান ঠিক রাখা, মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের সক্ষমতাও বুঝিয়ে দিলেন মিগেল ফেরেইরা।
পাঁচ মাসের চুক্তিতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে সরাসরি ব্রাজিল থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন মিগেল ফেরেইরা। আজ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে যাদের বিপক্ষে কিনা লিগের উদ্বোধনী ম্যাচেই হেরেছিল বসুন্ধরা। এমন ম্যাচে আবার দলে ছিলেন না বসুন্ধরার সেরা গোলদাতা রবসন রবিনহো। রবসনের অভাব বুঝতে দেননি মিগেল। ফিরতে দেননি স্বাধীনতাকেও। অভিষিক্ত মিডফিল্ডারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা।
রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে ২৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিগেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ২৮ মিনিটে তার ডান পায়ের শটে বল জালে জড়ায়।
৯ মিনিট পর আবারও গোল মিগেলের। তবে এই গোলের মূল কৃতিত্বটা পাবেন ইয়াসিন আরাফাত। বামপ্রান্ত ধরে ইয়াসিন বল পায়ে ঢুকে পড়েছিলেন স্বাধীনতার বক্সে, নিয়েছিলেন শট। ঝাঁপিয়ে ইয়াসিনের শট ঠেকালেও বলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি স্বাধীনতা গোলরক্ষক সারোয়ার। অরক্ষিত মিগেল সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বসুন্ধরার।
অথচ মিগেলের কাজটা করার কথা ছিল বসুন্ধরার নতুন ‘নম্বর নাইন’ নুহা মারং। গাম্বিয়ান এই স্ট্রাইকার প্রথম ম্যাচে যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ধরন। ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গাম্বিয়ান নুহা। মতিন মিয়ার ক্রস থেকে তার হেডে বল জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই তারিক কাজীর কাটব্যাক থেকে খোঁচাটা ভালোই ছিল নুহার কিন্তু স্বাধীনতা গোলরক্ষক সারোওয়ার সতর্ক থাকায় প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি এই গাম্বিয়ানের।
ম্যাচে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি প্রথম লেগে বসুন্ধরাকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা। আগের লেগের চার বিদেশিকে বদলে দলে আনা হয়েছে নতুন চারজনকে। আজকের ম্যাচে একজন ছিলেন না স্কোয়াডে। স্বাধীনতার কাছে থেকে তেমন আক্রমণ না থাকায় বেশির ভাগ সময় অলস সময়ই কাটিয়েছেন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের রেখে যাওয়া মাঝমাঠের শূন্যস্থান পূরণ করতে স্বদেশি তরুণ মিগেল ফেরেইরা দামাসিনোকে এনেছে বসুন্ধরা কিংস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের কাজ হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর বলের জোগান ঠিক রাখা, মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের সক্ষমতাও বুঝিয়ে দিলেন মিগেল ফেরেইরা।
পাঁচ মাসের চুক্তিতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে সরাসরি ব্রাজিল থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন মিগেল ফেরেইরা। আজ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে যাদের বিপক্ষে কিনা লিগের উদ্বোধনী ম্যাচেই হেরেছিল বসুন্ধরা। এমন ম্যাচে আবার দলে ছিলেন না বসুন্ধরার সেরা গোলদাতা রবসন রবিনহো। রবসনের অভাব বুঝতে দেননি মিগেল। ফিরতে দেননি স্বাধীনতাকেও। অভিষিক্ত মিডফিল্ডারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা।
রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে ২৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিগেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ২৮ মিনিটে তার ডান পায়ের শটে বল জালে জড়ায়।
৯ মিনিট পর আবারও গোল মিগেলের। তবে এই গোলের মূল কৃতিত্বটা পাবেন ইয়াসিন আরাফাত। বামপ্রান্ত ধরে ইয়াসিন বল পায়ে ঢুকে পড়েছিলেন স্বাধীনতার বক্সে, নিয়েছিলেন শট। ঝাঁপিয়ে ইয়াসিনের শট ঠেকালেও বলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি স্বাধীনতা গোলরক্ষক সারোয়ার। অরক্ষিত মিগেল সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বসুন্ধরার।
অথচ মিগেলের কাজটা করার কথা ছিল বসুন্ধরার নতুন ‘নম্বর নাইন’ নুহা মারং। গাম্বিয়ান এই স্ট্রাইকার প্রথম ম্যাচে যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ধরন। ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গাম্বিয়ান নুহা। মতিন মিয়ার ক্রস থেকে তার হেডে বল জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই তারিক কাজীর কাটব্যাক থেকে খোঁচাটা ভালোই ছিল নুহার কিন্তু স্বাধীনতা গোলরক্ষক সারোওয়ার সতর্ক থাকায় প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি এই গাম্বিয়ানের।
ম্যাচে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি প্রথম লেগে বসুন্ধরাকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা। আগের লেগের চার বিদেশিকে বদলে দলে আনা হয়েছে নতুন চারজনকে। আজকের ম্যাচে একজন ছিলেন না স্কোয়াডে। স্বাধীনতার কাছে থেকে তেমন আক্রমণ না থাকায় বেশির ভাগ সময় অলস সময়ই কাটিয়েছেন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩১ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে