নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের রেখে যাওয়া মাঝমাঠের শূন্যস্থান পূরণ করতে স্বদেশি তরুণ মিগেল ফেরেইরা দামাসিনোকে এনেছে বসুন্ধরা কিংস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের কাজ হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর বলের জোগান ঠিক রাখা, মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের সক্ষমতাও বুঝিয়ে দিলেন মিগেল ফেরেইরা।
পাঁচ মাসের চুক্তিতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে সরাসরি ব্রাজিল থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন মিগেল ফেরেইরা। আজ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে যাদের বিপক্ষে কিনা লিগের উদ্বোধনী ম্যাচেই হেরেছিল বসুন্ধরা। এমন ম্যাচে আবার দলে ছিলেন না বসুন্ধরার সেরা গোলদাতা রবসন রবিনহো। রবসনের অভাব বুঝতে দেননি মিগেল। ফিরতে দেননি স্বাধীনতাকেও। অভিষিক্ত মিডফিল্ডারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা।
রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে ২৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিগেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ২৮ মিনিটে তার ডান পায়ের শটে বল জালে জড়ায়।
৯ মিনিট পর আবারও গোল মিগেলের। তবে এই গোলের মূল কৃতিত্বটা পাবেন ইয়াসিন আরাফাত। বামপ্রান্ত ধরে ইয়াসিন বল পায়ে ঢুকে পড়েছিলেন স্বাধীনতার বক্সে, নিয়েছিলেন শট। ঝাঁপিয়ে ইয়াসিনের শট ঠেকালেও বলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি স্বাধীনতা গোলরক্ষক সারোয়ার। অরক্ষিত মিগেল সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বসুন্ধরার।
অথচ মিগেলের কাজটা করার কথা ছিল বসুন্ধরার নতুন ‘নম্বর নাইন’ নুহা মারং। গাম্বিয়ান এই স্ট্রাইকার প্রথম ম্যাচে যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ধরন। ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গাম্বিয়ান নুহা। মতিন মিয়ার ক্রস থেকে তার হেডে বল জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই তারিক কাজীর কাটব্যাক থেকে খোঁচাটা ভালোই ছিল নুহার কিন্তু স্বাধীনতা গোলরক্ষক সারোওয়ার সতর্ক থাকায় প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি এই গাম্বিয়ানের।
ম্যাচে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি প্রথম লেগে বসুন্ধরাকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা। আগের লেগের চার বিদেশিকে বদলে দলে আনা হয়েছে নতুন চারজনকে। আজকের ম্যাচে একজন ছিলেন না স্কোয়াডে। স্বাধীনতার কাছে থেকে তেমন আক্রমণ না থাকায় বেশির ভাগ সময় অলস সময়ই কাটিয়েছেন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের রেখে যাওয়া মাঝমাঠের শূন্যস্থান পূরণ করতে স্বদেশি তরুণ মিগেল ফেরেইরা দামাসিনোকে এনেছে বসুন্ধরা কিংস। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের কাজ হবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর বলের জোগান ঠিক রাখা, মাঝমাঠকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বসুন্ধরার হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের সক্ষমতাও বুঝিয়ে দিলেন মিগেল ফেরেইরা।
পাঁচ মাসের চুক্তিতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে সরাসরি ব্রাজিল থেকে বসুন্ধরায় যোগ দিয়েছেন মিগেল ফেরেইরা। আজ প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘকে যাদের বিপক্ষে কিনা লিগের উদ্বোধনী ম্যাচেই হেরেছিল বসুন্ধরা। এমন ম্যাচে আবার দলে ছিলেন না বসুন্ধরার সেরা গোলদাতা রবসন রবিনহো। রবসনের অভাব বুঝতে দেননি মিগেল। ফিরতে দেননি স্বাধীনতাকেও। অভিষিক্ত মিডফিল্ডারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে বসুন্ধরা।
রাজশাহীর শহীদ স্মৃতি স্টেডিয়ামে ২৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিগেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ২৮ মিনিটে তার ডান পায়ের শটে বল জালে জড়ায়।
৯ মিনিট পর আবারও গোল মিগেলের। তবে এই গোলের মূল কৃতিত্বটা পাবেন ইয়াসিন আরাফাত। বামপ্রান্ত ধরে ইয়াসিন বল পায়ে ঢুকে পড়েছিলেন স্বাধীনতার বক্সে, নিয়েছিলেন শট। ঝাঁপিয়ে ইয়াসিনের শট ঠেকালেও বলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি স্বাধীনতা গোলরক্ষক সারোয়ার। অরক্ষিত মিগেল সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বসুন্ধরার।
অথচ মিগেলের কাজটা করার কথা ছিল বসুন্ধরার নতুন ‘নম্বর নাইন’ নুহা মারং। গাম্বিয়ান এই স্ট্রাইকার প্রথম ম্যাচে যেন বুঝেই উঠতে পারেননি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ধরন। ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গাম্বিয়ান নুহা। মতিন মিয়ার ক্রস থেকে তার হেডে বল জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই তারিক কাজীর কাটব্যাক থেকে খোঁচাটা ভালোই ছিল নুহার কিন্তু স্বাধীনতা গোলরক্ষক সারোওয়ার সতর্ক থাকায় প্রথম ম্যাচে গোল পাওয়া হয়নি এই গাম্বিয়ানের।
ম্যাচে কোনরকম প্রতিরোধ গড়তে পারেনি প্রথম লেগে বসুন্ধরাকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা। আগের লেগের চার বিদেশিকে বদলে দলে আনা হয়েছে নতুন চারজনকে। আজকের ম্যাচে একজন ছিলেন না স্কোয়াডে। স্বাধীনতার কাছে থেকে তেমন আক্রমণ না থাকায় বেশির ভাগ সময় অলস সময়ই কাটিয়েছেন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
ভুটানে মেয়েদের লিগ সময়মতো হলে হয়তো প্রস্তুতি আরও জোরালো হতো। দেরিতে শুরু হওয়ার কারণে এক ম্যাচ খেলেই ঢাকায় ফিরতে হয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন পাঁচ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
১৮ মিনিট আগেপাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
১ ঘণ্টা আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
২ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগে