Ajker Patrika

যুদ্ধের প্রভাবে পাকিস্তান থেকে সরে যেতে পারে পিএসএল

ক্রীড়া ডেস্ক    
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ রানা। ছবি: এক্স
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ রানা। ছবি: এক্স

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।

পিএসএলে আর বাকি রয়েছে আট ম্যাচ। লিগ পর্বের চারটি ও প্লে অফে চারটি। আজ ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা হয়েছে। এছাড়াও ম্যাচটি হওয়ার সম্ভাবনা ছিল খুব কম। কারণ আজ রাওয়ালপিন্ডি শহরজুড়েই ভারী বর্ষণ হয়েছে।

যুদ্ধ নিয়ে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘পিসিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পিএসএলের কিছু ম্যাচের সূচি পরিবর্তন করব। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।’

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও সূচি পরিবর্তন হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের ম্যাচটি রোববার ধর্মশালায় হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটে। সংঘাতের কারণে বন্ধ রয়েছে ধর্মশালার বিমানবন্দর। এছাড়াও বেশ কিছু বিমানবন্দর বন্ধ রেখেছে ভারত।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাই দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক এখন বেশ উত্তপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত