Ajker Patrika

ভারতীয় ধারাভাষ্যকারের চোখে তানজিম সাকিব ‘ওয়ার্ল্ড ক্লাস’

ক্রীড়া ডেস্ক    
গতির সঙ্গে নিখুঁত লাইন-লেংথ, আক্রমণাত্মক মনোভাব রয়েছে তানজিম হাসান সাকিবের। ছবি: ক্রিকইনফো
গতির সঙ্গে নিখুঁত লাইন-লেংথ, আক্রমণাত্মক মনোভাব রয়েছে তানজিম হাসান সাকিবের। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর হতে চলল তানজিম সাকিবের। বাংলাদেশের জার্সিতে এই অল্প সময়ে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলতে বিন্দুমাত্র ভয় পান না তিনি। বাংলাদেশের তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন মুরালি কার্তিক।

ঘণ্টায় ১৪০ কিলোমিটারের গতির পাশাপাশি লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিতে ওস্তাদ তানজিম সাকিব। উইকেট নেওয়ার পর ব্যাটারদের ড্রেসিংরুমে দেওয়ার ইশারা করে থাকেন প্রায়ই। এ ছাড়া ব্যাটারদের তো স্লেজিং করেন নিয়মিতই। একজন পেসারের মধ্যে যে গুণ থাকা দরকার, সবই তাঁর মধ্যে খুঁজে পেয়েছেন মুরালি কার্তিক। ক্রিকবাজে গতকাল এক আলোচনায় বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে কার্তিক বলেন, ‘আমি তানজিমের বড় ভক্ত। তার বোলিংয়ে ওয়ার্ল্ড ক্লাসের মতো ব্যাপার আছে। পেসারের যে আক্রমণাত্মক মনোভাব থাকা দরকার, সবই তার মধ্যে আছে।’

আবুধাবিতে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচ হারলে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের কাটতে হবে ঘরে ফেরার টিকিট। এমনকি জিতলেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। বাংলাদেশের কোন বোলার আফগানদের ঘায়েল করতে পারবেন, ক্রিকবাজে গতকাল সঞ্চালকের এমন এক প্রশ্নের উত্তরে কার্তিক বলেন, ‘অবশ্যই মোস্তাফিজুর রহমান। তার বিপক্ষে খেলা আফগানিস্তানের জন্য অনেক কঠিন হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার আবুধাবিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৯.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রানে পরিণত হয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তখন জাকের আলী অনিক-শামীম হোসেন পাটোয়ারীর ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে স্কোরবোর্ডে ১৩৯ রান পর্যন্ত তুলতে পেরেছিল লিটনের দল। এ ছাড়া দল বিপদে পড়লে মিডল অর্ডারে নেমে দলের হাল ধরতেও জাকের সিদ্ধহস্ত। জাকেরকে নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট বিশ্লেষক সায়মন ডুল বলেন, ‘জাকেরের পারফরম্যান্স আসলেই অনেক ভালো। আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করবে বলে আমরা আশা করছি।’

হংকংয়ের বিপক্ষে গতকাল ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। তাতে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে লঙ্কানরা। ৪ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রানরেট ‍+১.৫৪৬। হংকংকে কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। আফগানিস্তান, বাংলাদেশ দুই দলেরই পয়েন্ট ২। কিন্তু ‍+৪.৭০ নেট রানরেট নিয়ে দুইয়ে আফগানিস্তান। তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.৬৫০। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ৭ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। কিন্তু লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরে বিপাকে পড়ে যান লিটন দাস-তানজিদ হাসান তামিমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

হতাশায় শেষ হচ্ছে ইলিশের মৌসুম, আসছে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত