শেষ ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। জয়ের জন্য ৬ বলে তাদের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ। বলতে গেলে, বুধবার রাতে শারজায় এশিয়া কাপের সেরা লড়াই উপহার দিয়েছে দই দল।
তবে ম্যাচটি এখন আলোচনায় পাকিস্তানের হার্ডহিটার আসিফ আলীর অখেলোয়াড়ীসুলভ আচরণের জন্য। প্রবল চাপের মুখে আউট হওয়ার পর আফগান পেসার ফরিদ আহমেদকে ব্যাট দিয়ে মারতে উদ্ধত হন তিনি। এ ঘটনায় মাঠেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আসিফের এমন আচরণের জন্য তাঁকে নিষেধাজ্ঞা দেওয়ারও দাবি উঠেছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বড় শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানি ব্যাটার।
পাকিস্তানের ব্যাটিংয়ের ১৯তম ওভার চলছে তখন। ফরিদের করা ওভারটির চতুর্থ বলে দুর্দান্ত এক ছয় হাঁকানোর পর ম্যাচ জমিয়ে তোলেন আসিফ। কিন্তু পরের বলের বাউন্সারটি হুক করতে গিয়ে শর্ট ফাইন লেগে তালুবন্দী হন করিম জানাতের। জয়ের পাল্লা আফগানদের দিকে ঝুঁকিয়ে স্বাভাবিকভাবে বাঁধভাঙা উদ্যাপনে মেতে ওঠেন ফরিদ। আসিফের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন আফগান পেসার। কিন্তু ফরিদের এমন উচ্ছ্বাস পছন্দ হয়নি আসিফের। একে তো আউট, দলও তখন হারের মুখে। ক্রিজ ছাড়ার আগে রাগে মেজাজ হারিয়ে ফরিদকে ধাক্কা মারেন তিনি। ছেড়ে দেননি ফরিদও। দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে উদ্ধত হন আসিফ। অবশ্য ততক্ষণে আম্পায়ার ও আফগান খেলোয়াড়েরা এসে পড়েছেন। দুজনকে সরিয়ে নেন তাঁরা। তবে আসিফকে তখনো ব্যাট উঁচিয়ে কথা বলতে দেখা যায়।
আসিফের এমন অক্রিকেটীয় আচরণের জন্য নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। পাকিস্তানি ব্যাটারকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন অনেকে। আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবদিন নাঈব টুইটার লিখেছেন, ‘এটা আসিফ আলীর চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এই টুর্নামেন্টে তাঁকে নিষিদ্ধ করা হোক। যেকোনো বোলারের উদ্যাপনের অধিকার আছে। তবে শারীরিকভাবে আঘাত করতে চাওয়া অগ্রহণযোগ্য।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইও নিন্দা জানিয়েছেন আসিফের এমন আচরণের।
তবে ঘটনা এখানেই শেষ নয়। মাঠের বাইরেও এর উত্তাপ ছড়িয়েছে। ম্যাচ শেষে স্টেডিয়ামে মারামারিতে জড়ান পাকিস্তান-আফগানিস্তানের সমর্থকেরা। স্টেডিয়ামের চেয়ার ভাঙার এক ভিডিও টুইটারে শেয়ার করে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘এটা আফগানিস্তান সমর্থকেরা করেছে। এমনটা তারা অতীতেও করেছে।’ এরপর শফিক স্টানিকজাইকে ট্যাগ করে তিনি আরও লেখেন, ‘আপনাদের দর্শক ও খেলোয়াড় উভয়কে কিছু জিনিস শেখা উচিত, যদি তোমরা খেলায় এগোতে চাও।’
শেষ ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। জয়ের জন্য ৬ বলে তাদের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ। বলতে গেলে, বুধবার রাতে শারজায় এশিয়া কাপের সেরা লড়াই উপহার দিয়েছে দই দল।
তবে ম্যাচটি এখন আলোচনায় পাকিস্তানের হার্ডহিটার আসিফ আলীর অখেলোয়াড়ীসুলভ আচরণের জন্য। প্রবল চাপের মুখে আউট হওয়ার পর আফগান পেসার ফরিদ আহমেদকে ব্যাট দিয়ে মারতে উদ্ধত হন তিনি। এ ঘটনায় মাঠেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আসিফের এমন আচরণের জন্য তাঁকে নিষেধাজ্ঞা দেওয়ারও দাবি উঠেছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বড় শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানি ব্যাটার।
পাকিস্তানের ব্যাটিংয়ের ১৯তম ওভার চলছে তখন। ফরিদের করা ওভারটির চতুর্থ বলে দুর্দান্ত এক ছয় হাঁকানোর পর ম্যাচ জমিয়ে তোলেন আসিফ। কিন্তু পরের বলের বাউন্সারটি হুক করতে গিয়ে শর্ট ফাইন লেগে তালুবন্দী হন করিম জানাতের। জয়ের পাল্লা আফগানদের দিকে ঝুঁকিয়ে স্বাভাবিকভাবে বাঁধভাঙা উদ্যাপনে মেতে ওঠেন ফরিদ। আসিফের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন আফগান পেসার। কিন্তু ফরিদের এমন উচ্ছ্বাস পছন্দ হয়নি আসিফের। একে তো আউট, দলও তখন হারের মুখে। ক্রিজ ছাড়ার আগে রাগে মেজাজ হারিয়ে ফরিদকে ধাক্কা মারেন তিনি। ছেড়ে দেননি ফরিদও। দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে উদ্ধত হন আসিফ। অবশ্য ততক্ষণে আম্পায়ার ও আফগান খেলোয়াড়েরা এসে পড়েছেন। দুজনকে সরিয়ে নেন তাঁরা। তবে আসিফকে তখনো ব্যাট উঁচিয়ে কথা বলতে দেখা যায়।
আসিফের এমন অক্রিকেটীয় আচরণের জন্য নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। পাকিস্তানি ব্যাটারকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন অনেকে। আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবদিন নাঈব টুইটার লিখেছেন, ‘এটা আসিফ আলীর চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এই টুর্নামেন্টে তাঁকে নিষিদ্ধ করা হোক। যেকোনো বোলারের উদ্যাপনের অধিকার আছে। তবে শারীরিকভাবে আঘাত করতে চাওয়া অগ্রহণযোগ্য।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইও নিন্দা জানিয়েছেন আসিফের এমন আচরণের।
তবে ঘটনা এখানেই শেষ নয়। মাঠের বাইরেও এর উত্তাপ ছড়িয়েছে। ম্যাচ শেষে স্টেডিয়ামে মারামারিতে জড়ান পাকিস্তান-আফগানিস্তানের সমর্থকেরা। স্টেডিয়ামের চেয়ার ভাঙার এক ভিডিও টুইটারে শেয়ার করে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘এটা আফগানিস্তান সমর্থকেরা করেছে। এমনটা তারা অতীতেও করেছে।’ এরপর শফিক স্টানিকজাইকে ট্যাগ করে তিনি আরও লেখেন, ‘আপনাদের দর্শক ও খেলোয়াড় উভয়কে কিছু জিনিস শেখা উচিত, যদি তোমরা খেলায় এগোতে চাও।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৪ ঘণ্টা আগে