Ajker Patrika

বৃষ্টি পিছু ছাড়ছে না ভারত-পাকিস্তানকে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২০
বৃষ্টি পিছু ছাড়ছে না ভারত-পাকিস্তানকে 

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে স্বাভাবিকভাবেই থাকে সবার পাখির চোখ। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে কালেভদ্রে দেখা হওয়ায় ভক্ত-সমর্থক থেকে সম্প্রচারক, বিজ্ঞাপনদাতাদের আগ্রহ একটু বেশি থাকে। সেই ভারত-পাকিস্তান ম্যাচই এবার বৃষ্টির পেটে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

কলম্বোর প্রেমাদাসায় গতকাল শুরু হয়েছিল ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ। দুই ঘণ্টারও বেশি সময় নির্বিঘ্নে খেলা চলার পর নেমেছে ঝুম বৃষ্টি। তারপর ম্যাচ গড়িয়েছে আজ রিজার্ভ ডেতে। সেই রিজার্ভ ডেতেও ম্যাচ ঠিকঠাক সময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় রয়েছে। এখন কলম্বোয় অবস্থানরত আজকের পত্রিকার প্রতিনিধি রানা আব্বাস জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ২টায় শুরু হয়েছে ঝুম বৃষ্টি। স্থানীয় সময় আড়াইটায় (বাংলাদেশ সময় ৩টায়) বৃষ্টি বেশ কমেছে। এরই মধ্যে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে এসে পড়েছেন। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রিজার্ভ ডের ম্যাচ। যদি ন্যূনতম ২০ ওভার ব্যাটিং পাকিস্তান না করতে পারে, তাহলে দুই দলের পয়েন্ট ভাগাভাগি করা ছাড়া কোনো উপায় থাকবে না। 
 
ভারতের ইনিংসের ২৪.১ ওভার শেষ হওয়ার পর থেমে যায় খেলা। ২ উইকেট হারিয়ে গতকাল ১৪৭ রান করেছিল ভারতীয়রা। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ফিফটি করে আউট হয়েছেন। এরপর পিচের ওপর ফোম ফেলে লাফালাফি করে শুকানোর চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। সেই চেষ্টা অবশ্য সফল হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত