Ajker Patrika

রাস্তায় খালি গায়ে হাঁটতে পারেন কোহলি, বললেন সৌরভ

রাস্তায় খালি গায়ে হাঁটতে পারেন কোহলি, বললেন সৌরভ

ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে নেটওয়েস্ট সিরিজের ফাইনাল জয়ের পর লর্ডসের বেলকোনিতে জার্সি খুলে উন্মত্ত এক উদ্‌যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভের সেই উদ্‌যাপন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘আইকোনিক’ ছবি। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এসব ব্যাপারে নিজের চেয়েও একধাপ এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে। 

সৌরভের সেই উদ্‌যাপন এমনই ‘আইকোনিক’ আর ঐতিহাসিক ১৯ বছর পর এসেও সেটি নিয়ে কথা হচ্ছে। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে প্রসঙ্গটি সৌরভকে আরও একবার মনে করিয়ে দিয়ে কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, সৌরভের সেই উদ্‌যাপন দারুণ লেগেছিল তাঁর কাছে। সঙ্গে আরও জানিয়েছেন, সবাই বিষয়টি খুবই ইতিবাচকভাবেই নিয়েছিলেন। একজন অধিনায়কের এমন মনোভাবই থাকতে হয়। 

সৌরভ অবশ্য অমিতাভের এই প্রশংসা সেভাবে গায়ে মাখাননি। তাঁর মতে, এসব ব্যাপারে যথেষ্ট সাহসী বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক চাইলে অক্সফোর্ডের রাস্তায় শার্ট ছাড়াই হাটতে পারেন! সৌরভ স্পষ্ট করেই বলেছেন, ‘ওকে (কোহলি) চ্যালেঞ্জ করতে যেয়ো না। সে চাইলে অক্সফোর্ডের রাস্তায় খালি গায়ে হাটতে পারে।’ 

কোহলিকে নিয়ে এমন কথা বললেও সৌরভ নিজে অবশ্য স্বীকার করেন অনেক অনেক কীর্তির ভিড়ে এই উদ্‌যাপনই মানুষ বেশি মনে রেখেছে। বিখ্যাত সেই উদ্‌যাপন প্রসঙ্গে অমিতাভ জানতে চাইলে সৌরভ বলেছেন, ‘২০ হাজারের বেশি রান করেছি। অনেক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলেছি। তবু সবাই লর্ডসের বেলকোনির সেই উদ্‌যাপনটাই বেশি মনে রেখেছে। এমনকি আমার মেয়েও একবার সেই ভিডিওটি দেখে আমার কাছে জানতে চেয়েছিল কেন  এমন করেছিলাম।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত