Ajker Patrika

বিশ্রাম না বাদ দেওয়া হয়েছিল লিটনকে

বিশ্রাম না বাদ দেওয়া হয়েছিল লিটনকে

লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল। 

সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’ 

লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। 

সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত