লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’
লাল বলের ক্রিকেটে গত দেড় বছর ধরে দুর্দান্ত ধারাবাহিক লিটন দাস। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানের (১২তম) স্বীকৃতিও পেয়েছেন গতকাল। লাল বলে রানের সঙ্গে সখ্যটা কেন যেন সাদা বলে আনতে পারছিলেন না লিটন। একের পর এক ব্যর্থতায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক ছিল।
সেটা আরও লম্বা হয়, যখন হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয় লিটনকে। একটু ভুল বলা হলো। বিশ্রামটা ঠিক বিশ্রাম ছিল না। বাদ দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম টি-টোয়েন্টির পর ম্যাচ শেষে লিটন নিজেই জানালেন সে কথা, ‘বিশ্রাম না, বাদ। বিশ্রাম বলতে কী, আমি কি অনেক ক্রিকেট খেলে ফেলেছি? বিশ্বকাপের পর সরাসরি জাতীয় লিগে খেলেছি, ছুটি নিলাম কোথায়?’
লাল বলে প্রতিভার ছাপ রাখতে না পারা লিটনের হতাশার সময়টাও শেষ হলো বলে। আফগানিস্তান সিরিজে ওয়ানডেতে দলের সেরা রান সংগ্রাহক হলেন। সিরিজ সেরা পুরস্কারটাও নিজের কাছে রেখেছেন। ওয়ানডে সিরিজ যেখানে শেষ করেন, টি-টোয়েন্টি সিরিজটা শুরু করলেন ঠিক সেখান থেকেই। টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে রাখলেন বড় ভূমিকা। ৬০ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার হাতে না উঠলেও লিটনের ইনিংসটাই যে বাংলাদেশকে ‘মোমেন্টাম’ দিয়েছে, বলার অপেক্ষা রাখে না।
সময়ের সঙ্গে নিজের খেলাটা যে আগে থেকে আরও গভীরভাবে বুঝতে পারছেন সেটাও জানালেন ম্যাচ শেষে। ছোট ছোট ইনিংস গুলো এগিয়ে নেওয়া পরিণত ছাপটাই ফুটে উঠল লিটনের কথায়, ‘এখন বোঝা শুরু করেছি, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষের স্বভাব। যত খেলবেন, ততই শিখবেন। এ জায়গায় আমি বোঝার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে দলকে আরও এগিয়ে নেওয়া যায়।’
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই সময় ‘রিয়াল ম্যাজিক’। জাদুটা দেখিয়েছেন কে? জ্যাকোবো র্যামন। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পথচলাটা কেবল চার মাসের।
৪ মিনিট আগেস্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে