Ajker Patrika

সবাইকে ছাড়িয়ে রোহিত

সবাইকে ছাড়িয়ে রোহিত

টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে ভারত। লক্ষ্ণৌতে প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬২ রানে হারিয়ে অপরাজিত থাকার রেকর্ডটা দুই অঙ্কে নিয়ে গেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। 

তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় রোহিত শর্মা। ভারতের অধিনায়ক এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক। এত দিন ৩২৯৯ রান নিয়ে সবার ওপরে ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরেই সতীর্থ বিরাট কোহলি (৩২৯৬)। চূড়ায় উঠতে আজ রোহিতের দরকার ছিল ৩৭ রান। দুই চার, এক ছক্কায় তিনি থেমেছেন ৪৪ রানে। 

ম্যাচের আগে একাধিক রেকর্ড ডাকছিল রোহিতকে। তার একটি গড়েছেন গতকাল। আর ১৯ রান করতে ভারতের একটি ব্যক্তিগত রেকর্ডে মহেন্দ্র সিং ধোনি ও কোহলিকেও ছুঁয়ে ফেলতেন ‘দ্য হিটম্যান’। ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করতেন ৩৪ বছর বয়সী ওপেনার। 

শুধু তাই নয়; পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ ছিল রোহিতের। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রানের বিশ্ব রেকর্ডটি এখন বাবরের। মাইলফলকে পৌঁছাতে বাবর খেলেছেন ২৬ ইনিংস। রোহিতও ভারতের অধিনায়ক হিসেবে গত রাতে খেলেছেন ২৬ তম ইনিংস। 

RECORDএই দুটি রেকর্ডে না পারলেও ভারত-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা নিজের করে নিয়েছেন রোহিত। লঙ্কানদের বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে ১৪ ছক্কা নিয়ে কুশল পেরেরার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত