Ajker Patrika

টাকা না জমিয়ে ক্রিকেটের উন্নয়নে খরচ করতে বললেন দুর্জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাকা না জমিয়ে ক্রিকেটের উন্নয়নে খরচ করতে বললেন দুর্জয়

২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই নাজমুল হাসান পাপন প্রতিশ্রুতি দিয়েছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজ চূড়ান্ত করবেন। তবে তাঁর অধীনে পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলেও তা আর আলোর মুখ দেখেনি।

এবারের বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার দৌঁড়ে থাকা নাঈমুর রহমান দুর্জয় পরামর্শ দিয়েছেন, টাকা না জমিয়ে এই খাতে অর্থ ব্যয় করতে। 

গত ২১ সেপ্টেম্বর বিসিবির দ্বাদশ সভা শেষে পাপন জানিয়েছিলেন, বোর্ডের এফডিআরের টাকার পরিমাণ প্রায় ৯০০ কোটি। অথচ বিপুল অঙ্কের অর্থ জমিয়েও আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে। আর সে কারণেই নাঈমুর এমন প্রশ্ন তুলে পরার্মশ দিয়েছেন। 

মিরপুর শেরেবাংলায় আজ পরিচালক পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের দুর্জয় বলেছেন, ‘চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের পর সিলেটেও হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, আগে একটা সময় ছিল যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সীমাবদ্ধতা ছিল। সেগুলো এখন নাই। আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা, এফডিআর করাই উন্নয়ন; তাহলে সেটা ভুল।। এই বিষয়গুলো থেকে বেড়িয়ে এসে আঞ্চলিক ক্রিকেট ও একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’ 

বাংলাদেশ হাই–পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দুর্জয়। এই বিভাগে কাজ করতে পেরে সন্তুষ্ট তিনি। সে কারণে পরিচালক হিসেবে অন্য বিভাগে নজর দেননি। দুর্জয় বলেছেন, ‘এইচপি দলকে নিয়ে কাজ করতে পারায় বেশ খুশি। এই জায়গাটিকে অবহেলা করার সুযোগ নেই। অন্য দিকগুলোর মতো এইচপি ক্রিকেটেরও উন্নয়নের প্রয়োজনীয়তা আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত