Ajker Patrika

১ ফেব্রুয়ারি তামিমদের সঙ্গে কাজ শুরু করবেন সিডন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯: ০১
১ ফেব্রুয়ারি তামিমদের সঙ্গে কাজ শুরু করবেন সিডন্স

প্রায় এক যুগ পর আবার বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স। এবার এই অস্ট্রেলিয়ান আসছেন ব্যাটিং পরামর্শক হয়ে। গত মাসেই সিডন্সের ফেরার ব্যাপার নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার ঠিক কোন দলের সঙ্গে কাজ করবেন সিডন্স, সে বিষয়ে তখন কিছুই নিশ্চিত করেনি বিসিবি। 

আজ এক ভিডিও বার্তায় নিজের কাজের ধরন সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন সিডন্স। একই সঙ্গে কখন আসছেন সেটাও জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই কোচ। ভিডিও বার্তায় সিডন্স বলেছেন, ‘মাত্রই বাংলাদেশে যাওয়ার ভিসা পেয়েছি। আগামী সপ্তাহের দিকে ফ্লাইটের জন্য বুকিং দেব। আশা করি ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করতে পারব। এর আগেও সেখানে কাজ করেছি। খুবই ভালো লেগেছিল তখন। জানি, এবারও ভালো লাগবে।’ 

নিজের কাজের ধরন সম্পর্কে সিডন্স বলেছেন, ‘ওখানে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকব। এই কাজটা আমার খুব পছন্দের—তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।’ 

তবে জাতীয় দল নাকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন সিডন্স। বলেছেন, ‘শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে কোন দলের সঙ্গে বেশির ভাগ সময় কাজ করব। তবে এটা নিশ্চিত, ওদের সবচেয়ে প্রতিভাবান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কাজ করব, তাদের খেলায় উন্নতি নিয়ে কাজ করব।’ 

বাংলাদেশ দল সম্পর্কে সিডন্স যে খোঁজখবর রাখছেন, সেটাও বোঝা গেল তাঁর কথায়। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের কথা উল্লেখ করে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ওরা দারুণ কিছু জয় পেয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে। কিছুদিন আগে নিউজিল্যান্ডে প্রথম টেস্টে জয়ের কথা আলাদা করে বলতে হচ্ছে। দারুণ জয় ছিল সেটা। ব্যাটিং ও বোলিং দুটিই দারুণ হয়েছিল। এরপর দ্বিতীয় টেস্টে অবশ্য একেবারে ভেঙে পড়েছে। এমনটা কেন হলো বলতে পারছি না। তবে (বাংলাদেশের ক্ষেত্রে) এমনই হয় বেশির ভাগ সময়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত