Ajker Patrika

ফিরেই চমকে দেওয়ার রহস্য বললেন মিরাজ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ২১: ৪২
ফিরেই চমকে দেওয়ার রহস্য বললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মেহেদী হাসান মিরাজ। প্রায় ৫ মাস পরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ফিরেই চমকে দিলেন মিরাজ। আজ তাঁর দুর্দান্ত বোলিংয়ে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 

ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজমিরপুরে আজ ইংলিশদের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন মিরাজ। একটি বাউন্ডারিও খাননি এই অফ স্পিনার। এটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং। মিরাজই ম্যাচের নায়ক, না বললেও চলছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লম্বা বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরেই চমকে দেওয়া বোলিংয়ের রহস্য বললেন মিরাজ, ‘সত্যি খুশি, অনেক দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললাম। একটু দ্বিধায় ছিলাম (কীভাবে ভালো করবেন), তবে সবাই আমাকে অনেক সমর্থন করেছে।’ 

ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজমিরপুরের উইকেট সব সময়ই স্পিনারদের দিকে হাত বাড়িয়ে দেয়। তবে সে সুযোগটা লুফে নেওয়াও জানা থাকতে হয়। মিরাজের যে তা ভালো জানা, সেটিই বলছিলেন তিনি, ‘উইকেটে একটু টার্ন ছিল। অনেক স্পিনসহায়ক। ভালো লাইন ও লেংথে বোলিং করে গেছি। সঠিক জায়গা বল করে গেছি।’ 

শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে দারুণ খেলেছেন মিরাজ। ১৬ বলে করেছেন ২০ রান। মেরেছেন ২ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরতি পড়লেও ফর্মে মোটেও মরচে পড়েনি মিরাজের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত