ক্রীড়া ডেস্ক
আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে দিলেই পারতেন সৌম্য সরকার। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে দ্বিধাথরথর চিত্তের সৌম্য আর বদলালেন কই! লিটন দাসও কি পাল্টাতে পেরেছেন নিজেকে?
গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ রান করে রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আসা সৌম্যের। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তুলতেই সেই পুরোনো দৃশ্য। ডিফেন্স করতে গিয়ে উল্টো শাই হোপের গ্লাভসে বন্দী হয়ে বাংলাদেশি ওপেনার ফেরেন ১৮ বলে ১৯ রান করে।
জীবন পাওয়া লিটন (২) ফিরেছেন রোমারিও শেফার্ডের বলে খোঁচা মেরে। তার আগেই ফিরতে পারতেন তিনি। আলজারির বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন লিটন। কিন্তু উইন্ডিজের কেউ রিভিউর আবেদন না করায় বেঁচে যান। তবে দ্রুত দুই উইকেট হারালেও পাওয়ার প্লেতে ইতিবাচক ব্যাট করেছে বাংলাদেশ।
সৌম্য-লিটনের বিদায়ের পর দলকে চাপমুক্ত করে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান। তৃতীয় উইকেটে দুজনে করেন ৯৭ রানের জুটি। তানজিদ স্ট্রাইকরেট বাড়িয়ে খেলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। রোস্টন চেজের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল লং অফে ঠেলে সিঙ্গেল নিয়ে ৫০-এর ঘরে পা রাখা তানজিদের। আর বাংলাদেশও করে ফেলে দলীয় সেঞ্চুরি। ৬০ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬০ রান করে এই বাঁহাতি ব্যাটারও ফেরেন আলজারির বলে ক্যাচ দিয়ে। তাঁর তিনটি ছয় ছিল দেখার মতোন।
৭১ বলে পঞ্চম ফিফটি পাওয়া মিরাজ ছিলেন শান্ত। জীবন পাওয়া ইনিংসের মূল্যটা ঠিকই দিয়েছেন। ওয়ানডেতে পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। তানজিদ ফেরার পর তিনি ১ বছর পর একদিনের ম্যাচ খেলতে নামা আফিফ হোসেনের সঙ্গে আরেকটি জুটি বাধার চেষ্টা করেছিলেন মিরাজ। দুজনের ৫৪ রানের সেই জুটি ভাঙেন শেফার্ড। উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জেইডেন সিলসের তালুবন্দী হয়ে ২৯ বলে ৪ চারে ২৮ রান করে ফেরেন আফিফ। তাঁর বিদায়ের পর ১০১ বলে ৭৪ রানে সিলসের বলে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১৯৮ রান। উইকেটরক্ষক জাকের আলী অনিককে (০) নিয়ে ব্যাটিংয়ে আছেন মাহমুউদউল্লাহ রিয়াদ (৭)।
আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে দিলেই পারতেন সৌম্য সরকার। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে দ্বিধাথরথর চিত্তের সৌম্য আর বদলালেন কই! লিটন দাসও কি পাল্টাতে পেরেছেন নিজেকে?
গ্লোবাল সুপার লিগে সর্বোচ্চ রান করে রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আসা সৌম্যের। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তুলতেই সেই পুরোনো দৃশ্য। ডিফেন্স করতে গিয়ে উল্টো শাই হোপের গ্লাভসে বন্দী হয়ে বাংলাদেশি ওপেনার ফেরেন ১৮ বলে ১৯ রান করে।
জীবন পাওয়া লিটন (২) ফিরেছেন রোমারিও শেফার্ডের বলে খোঁচা মেরে। তার আগেই ফিরতে পারতেন তিনি। আলজারির বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন লিটন। কিন্তু উইন্ডিজের কেউ রিভিউর আবেদন না করায় বেঁচে যান। তবে দ্রুত দুই উইকেট হারালেও পাওয়ার প্লেতে ইতিবাচক ব্যাট করেছে বাংলাদেশ।
সৌম্য-লিটনের বিদায়ের পর দলকে চাপমুক্ত করে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক মেহেদী হাসান। তৃতীয় উইকেটে দুজনে করেন ৯৭ রানের জুটি। তানজিদ স্ট্রাইকরেট বাড়িয়ে খেলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। রোস্টন চেজের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল লং অফে ঠেলে সিঙ্গেল নিয়ে ৫০-এর ঘরে পা রাখা তানজিদের। আর বাংলাদেশও করে ফেলে দলীয় সেঞ্চুরি। ৬০ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬০ রান করে এই বাঁহাতি ব্যাটারও ফেরেন আলজারির বলে ক্যাচ দিয়ে। তাঁর তিনটি ছয় ছিল দেখার মতোন।
৭১ বলে পঞ্চম ফিফটি পাওয়া মিরাজ ছিলেন শান্ত। জীবন পাওয়া ইনিংসের মূল্যটা ঠিকই দিয়েছেন। ওয়ানডেতে পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। তানজিদ ফেরার পর তিনি ১ বছর পর একদিনের ম্যাচ খেলতে নামা আফিফ হোসেনের সঙ্গে আরেকটি জুটি বাধার চেষ্টা করেছিলেন মিরাজ। দুজনের ৫৪ রানের সেই জুটি ভাঙেন শেফার্ড। উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জেইডেন সিলসের তালুবন্দী হয়ে ২৯ বলে ৪ চারে ২৮ রান করে ফেরেন আফিফ। তাঁর বিদায়ের পর ১০১ বলে ৭৪ রানে সিলসের বলে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছে ১৯৮ রান। উইকেটরক্ষক জাকের আলী অনিককে (০) নিয়ে ব্যাটিংয়ে আছেন মাহমুউদউল্লাহ রিয়াদ (৭)।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৫ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে