Ajker Patrika

উপমহাদেশে হওয়া এবারের বিশ্বকাপে যা ঘটল ‘প্রথমবার’ 

উপমহাদেশে হওয়া এবারের বিশ্বকাপে যা ঘটল ‘প্রথমবার’ 

১৯৮৭,১৯৯৬, ২০১১,২০২৩-এ নিয়ে চার বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে। স্বাভাবিকভাবেই এশিয়ার দলগুলোর দাপুটে পারফরম্যান্স দেখা যায়। আগের তিন বিশ্বকাপের মতো এবারও এশিয়ার দলের দাপট দেখা যাচ্ছে। 

উপমহাদেশে হওয়া চার বিশ্বকাপের মধ্যে মিল যেমন রয়েছে, তেমনি ২০২৩ বিশ্বকাপ এক দিক থেকে ব্যতিক্রম। মিল হচ্ছে চার বিশ্বকাপে এশিয়া থেকে কোনো না কোনো দল সেমিতে উঠেছে। ১৯৮৭ তে ভারত ও পাকিস্তানে আয়োজিত বিশ্বকাপের দুই দলই সেমিফাইনালে উঠেছে। ১৯৯৬ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা দুটো দলই খেলেছে সেমিফাইনালে। সবচেয়ে বেশি এশিয়ার তিন দল সেমিতে উঠেছিল ২০১১ বিশ্বকাপে। সেবার সেমিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অপর সেমিতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এরপর অল এশিয়ান ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। উপমহাদেশের প্রথম তিন বিশ্বকাপ থেকে ২০২৩ ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এশিয়া থেকে একটা দলই উঠেছে সেমিফাইনালে। এশিয়ার একমাত্র দলটা হচ্ছে ভারত। বাকি তিন দল হচ্ছে: নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 
 
তবে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের অর্ধেকই ছিল এশিয়ার। বাংলাদেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান-এশিয়ার এই পাঁচ দল খেলেছে এবারের বিশ্বকাপ। ভারতের পর এশিয়ার থেকে বাংলাদেশ, পাকিস্তান এই দুই দলের সেমিতে খেলার সম্ভাবনা ছিল তুলনামূলক বেশি। আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। এরপরই খেই হারানো শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান-গুনে গুনে টানা ৬ ম্যাচ হারে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। একই সঙ্গে বাজে ব্যবধানে হারায় নেট রানরেটেরও বেহাল দশা হতে থাকে সাকিব আল হাসানের দলের। যার মধ্যে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরে যায় ৮৭ রানে। পুরো বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ২ ম্যাচ ও হেরেছে ৭ ম্যাচ। ৩২৮ রান করে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সমান ১০টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। 

শ্রীলঙ্কাকে হারিয়ে ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারতঅন্যদিকে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। যেখানে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক পাকিস্তানের দুই ব্যাটার করেন সেঞ্চুরি। এরপর টানা ৪ ম্যাচ হেরে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যেতে থাকে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্ভাবনা জাগিয়েও ১ উইকেটে হারতে হয়েছে বাবর আজমের দলকে। 

টানা চার ম্যাচ হারা পাকিস্তান এরপর বাংলাদেশ, নিউজিল্যান্ডকে হারিয়ে আবার সেমির লড়াইয়ে ফিরেছিল। যেখানে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংস ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রানে থেমে যায়। বৃষ্টি আইনে ২১ রানে জিতে যায় বাবরের দল। এরপর পাকিস্তান চাতক পাখির মতো তাকিয়ে ছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। তবে নিউজিল্যান্ড বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারানোয় পাকিস্তান পড়ে যায় অবাস্তব এক সমীকরণের সামনে। তবে গতকাল কলকাতার ইডেন গার্ডেনসে ২৮৭ রানে জয় বা ৪০ বলে ৩৩৮ রানের সমীকরণ-কোনোটাই ইংল্যান্ডের বিপক্ষে মেলাতে পারেনি পাকিস্তান। 

বাংলাদেশ, পাকিস্তান-দুই প্রতিবেশী দেশের চেয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেছে ভারত। নিজেদের ৮ ম্যাচের ৮ টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল। যেখানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে ৫৫ ও ৮৩ রানে অলআউট করে দিয়েছে ভারত। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১ ও ৪ নম্বরে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২ সেঞ্চুরি করে ওয়ানডে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড করেন কোহলি। বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা নিয়েছেন ১৬ ও ১৫ উইকেট। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শামি নিজের নাম লিখিয়ে ফেলেছেন। 

এবারের বিশ্বকাপে ৪ ম্যাচ জিতেছে আফগানিস্তানশ্রীলঙ্কার জন্য এবারের বিশ্বকাপ ছিল ভুলে যাওয়ার মতোই। ৯ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২ ম্যাচ।-১.৪১৯ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে লঙ্কানরা। কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ব্যাটিংয়ে ছিলেন দারুণ ছন্দে। দিলশান মাদুশঙ্ক ২১ উইকেট নিলেও মুক্তহস্তে রান বিলিয়েছেন। পুরো টুর্নামেন্টেই লঙ্কান বোলাররা মুক্তহস্তে রান বিলিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে পাকিস্তান, ভারত করেছিল ৩৪৫ ও ৩৫৭ রান। বড় সাফল্য বলতে ইংল্যান্ডকে হারানো। নেদারল্যান্ডসকে হারাতেও তুলনামূলক কষ্ট হয়েছে শ্রীলঙ্কার। যেখানে টুর্নামেন্টের শেষ দিকে এসে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরেছিল লঙ্কানরা। আফগানিস্তানের কাছেও হারতে হয়েছে লঙ্কানদের। 

তবে সেমিফাইনালে না উঠলেও মনে রাখার মতো বিশ্বকাপ এবার খেলেছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে আফগানরা। এরপর নেদারল্যান্ডসকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে সেমির সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে হারলেও দাপট দেখিয়েছিল আফগানিস্তান। এরপর সব সমীকরণ ওলটপালট করে দেয় শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। যার ফলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৪৩৮ রানের ব্যবধানে জিততে হতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচে ৫ উইকেটে আফগানরা হারলেও প্রথমে ব্যাটিং করে ২৪৪ রান করেছিল। বিশ্বকাপে আফগানদের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান হয়েছিলেন এবারই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

লাঞ্চের পরেও ক্যাচ ফেলছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেট নেওয়ার পর বাংলাদেশের উদযাপন। ছবি: বিসিবি
আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেট নেওয়ার পর বাংলাদেশের উদযাপন। ছবি: বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাজে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম সেশনে তিনটি ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। লাঞ্চের পরেও দেখা গেছে একই চিত্র। বোলাররা একের পর এক সুযোগ তৈরি করলেও হতাশই হতে হচ্ছে।

তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের কাছ থেকে একের পর এক সুযোগ পেয়ে আয়ারল্যান্ড রান যেমন করছে, নিজেদের ভুলে হারাচ্ছে উইকেটও। লাঞ্চ থেকে চা পানের বিরতি পর্যন্ত সময়ে ৩ উইকেট হারিয়েছে আইরিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯ ওভারে ৪ উইকেটে ১৯৩ রান করেছে সফরকারীরা। কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকার ৩৭ ও ২৮ রানে ব্যাটিং করছেন।

প্রথম ইনিংসে ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। মধ্যাহ্নভোজের পর মাঠে নামার অল্প সময়ের মধ্যেই উইকেট হারায় সফরকারীরা। ২৭তম ওভারের তৃতীয় বলে নাহিদ রানার হঠাৎ লাফিয়ে ওঠা বলে পেছনের পায়ে খেলতে যান পল স্টার্লিং। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে ক্যাচ ধরেন সাদমান ইসলাম। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটের স্টার্লিং-ক্যাড কারমাইকেলের ১৫৫ বলে ৯৬ রানের জুটি। ৭৬ বলে ৯ চারে ৬০ রান করে বিদায় নেন স্টার্লিং। যেখানে তিনি ১০ রানের সময়ই দুইবার জীবন পেয়েছেন।

নাহিদ রানার পর আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। ২৮তম ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরের (১) বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন মিরাজ। আম্পায়ার আউট না দেওয়ায় অধিনায়ক শান্ত তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন। রিভিউ দেখে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেছেন। দ্রুত ২ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের স্কোর হয়ে যায় ২৭.৫ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। চতুর্থ উইকেটে স্টার্লিং-ক্যাড কারমাইকেলের ৯৩ বলে ৫৩ রানের জুটি গড়েন কারমাইকেল ও কার্টিস ক্যাম্ফার। ৪৪তম ওভারের দ্বিতীয় বলে কারমাইকেলকে (৫৯) ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। এর আগে ৩ ওয়ানডে খেললেও আজই প্রথম টেস্ট খেলছেন কারমাইকেল।

কারমাইকেলের বিদায়ে আয়ারল্যান্ডের স্কোর হয়ে যায় ৪৩.২ ওভারে ৪ উইকেটে ১৫০ রান। দলীয় ১৬৫ রানেই পঞ্চম উইকেট হারাতে পারত আইরিশরা। ৪৯তম ওভারের শেষ বলে হাসান মুরাদকে স্কয়ার কাট করতে যান লরকান টাকার। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে ধরতে ব্যর্থ হয়েছেন শান্ত। ক্যাচ মিসের পর বাংলাদেশ অধিনায়ক রাগে সানগ্লাস ছুড়ে ফেলেছেন। টেস্ট অভিষেকে হাসান মুরাদের উইকেট পাওয়াটা তাই একটু দেরিই হলো। পঞ্চম উইকেট জুটিতে এরই মধ্যে ৪৩ রানের জুটি গড়েছেন টাকার-ক্যাম্ফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তিন মাস পর দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক    
নিজের দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান। ছবি: ইনস্টাগ্রাম
নিজের দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান। ছবি: ইনস্টাগ্রাম

রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনাটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। অবশেষে আফগান এই লেগস্পিনার খবরটা জানিয়েই দিয়েছেন। তিন মাস পর সামাজিকমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান।

এ বছরের ২ আগস্ট দ্বিতীয় বিয়ে করলেও সেটা গতকাল রাতে রশিদ খান জানিয়েছেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বরের বেশে একটি ছবি পোস্ট করেছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’

নেদারল্যান্ডসে কদিন আগে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে নেটিজেনরা যে মন্তব্য করেছিলেন, সেটা খুব লেগেছে রশিদের কাছে। ইনস্টাগ্রামে গত রাতে আফগান লেগস্পিনার লিখেছেন, ‘কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক অবশ্য তাঁর স্ত্রীর ছবি পোস্ট করেননি।

কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে গত বছরের অক্টোবরে ধুমধাম করে হয়েছিল রশিদ খানের বিয়ের অনুষ্ঠান। সেবার তিনি একা নন। তাঁর তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকিসহ রশিদের অনেক সতীর্থ তখন উপস্থিত ছিলেন কাবুলের সেই বিয়ের অনুষ্ঠানে।

রশিদ খান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এ বছরের ৩১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। তাঁর নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। ঠিক তার আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা ওয়ানডে সিরিজে বাংলাদেশের ওপর নিয়েছিল আফগানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সিলেটে লড়ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড, বিকেলে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বিকেলে। ছবি: ক্রিকইনফো
পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বিকেলে। ছবি: ক্রিকইনফো

সিলেটে আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে সাড়ে চার মাস পর টেস্ট খেলতে নামল বাংলাদেশ। এদিকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। মেয়েদের বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি থান্ডার ম্যাচও এরই মধ্যে শুরু হয়ে গেছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

সিলেট টেস্ট

প্রথম দিন

বাংলাদেশ-আয়ারল্যান্ড

সকাল ৯টা ৩০ মিনিটে

সরাসরি

টি স্পোর্টস

প্রথম টি-টোয়েন্টি

পাকিস্তান-শ্রীলঙ্কা

বেলা ৩ টা ৩০ মিনিট

সরাসরি

পিটিভি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ

মেলবোর্ন রেনেগেডস-সিডনি থান্ডার

সকাল ১০ টা ১০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পাকিস্তানি ক্রিকেটারের বাসায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার পাঁচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৩: ২৯
নাসিম শাহর বাসায় গোলাগুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ছবি: ক্রিকইনফো
নাসিম শাহর বাসায় গোলাগুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ছবি: ক্রিকইনফো

নাসিম শাহর ব্যস্ততা এখন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। এখন তিনি অবস্থান করছেন পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। পাঞ্জাব প্রদেশের এই শহর থেকে ২৫৫ কিলোমিটার দূরে পাকিস্তানি পেসারের বাসায় হামলা করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দিরে নাসিমের বাসায় গতকাল ভোরে হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পাকিস্তানি পেসারের বাসার গেটে গুলি চালায়। এই হামলায় কেউ হতাহত হননি। তবে সেসময় নাসিমের বাড়িতে কারা ছিলেন, সেটা জানা যায়নি। এদিকে সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, গোলাগুলির অভিযোগে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাসিমের বাসায় গোলাগুলি করার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ এরই মধ্যে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা গেছে, হামলার পর নাসিমের বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। দোষীদের দ্রুতই শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর পুলিশ এখন কী করে, সেটাই দেখার বিষয়।

রাওয়ালপিন্ডি থেকে ২৫৫ কিলোমিটার দূরে লোয়ার দিরে হামলা হলেও নাসিম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ত্যাগ করেননি। ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই থাকবেন।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৩ ও ১৫ নভেম্বর। সেই দুই ওয়ানডেও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে। এই সিরিজ দিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ২৫ মাস পর। ২০২৩ সালের ১০ অক্টোবর হায়দরাবাদে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

নাসিম শাহর দুই ছোট ভাইও পেশাদার ক্রিকেটার। ২০২৪ পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাসিম ও হুনাইন শাহ একসঙ্গে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেছেন। জয়সূচক রানটা এসেছে হুনাইনের ব্যাট থেকে। সেবার মুলতান সুলতানস হয়েছিল রানার্সআপ।

খেলা, ক্রিকেট, পাকিস্তানি ক্রিকেট, নাসিম শাহ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত