টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ সাক্ষাতে স্কটল্যান্ডকে হারানোর স্মৃতি ছিল নামিবিয়ার। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে পাওয়ায় প্রতিপক্ষের সেই সুখস্মৃতি আর দীর্ঘ হতে দেয়নি স্কটল্যান্ড। এবারের টুর্নামেন্টে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে স্কটিশরা।
ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন মাইকেল লিস্ক। নামিবিয়াকে হারাতে ব্যাটে-বলে অবদান রেখেছেন তিনি। প্রথমে বল করে ১৬ রানে ১ উইকেট নেওয়ার পর প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ২০৫.৮৮ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে গতকালও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতো স্কটিশদের, যার স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসেই অতীতের দুঃসহ স্মৃতির কথা জানিয়েছেন লিস্ক। তিনি বলেছেন, ‘যারা আমাদের ম্যাচ দেখতে এসেছে, তাদের আস্থার প্রতিদান দিয়েছি আমরা। শেষবারের সাক্ষাতে তারা প্রথম ওভারেই আমাদের ৩ উইকেট তুলে নেয়। তাই এবারের জয়ের অনুভূতিটা বিশেষ।’
সামনে ওমান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে স্কটল্যান্ডের। দুটি ম্যাচেই অবদান রাখতে চান বলে জানিয়েছেন লিস্ক। তিনি বলেছেন, ‘সামনে দুটি বড় ম্যাচ অপেক্ষা করছে। আমার কাজ সহজ কঠিন জায়গা বল করে জায়গা খুঁজে নেওয়া। স্লটে থাকলে মাঠের বাইরে আঘাত করতে হবে। তাদের চাপে রেখে এগিয়ে যেতে হবে।’
গতকাল বার্বাডোজে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেলেও পরে অধিনায়ক জেরার্ড এরাসমাসের ফিফটিতে চ্যালেঞ্জিং লক্ষ্য পায় নামিবিয়া। এরাসমাসের ৩১ বলে ৫২ রানের বিপরীতে ২৮ রানের ইনিংস খেলে দলকে দেড় শ রানের ওপরে সংগ্রহ এনে দেন উইকেটরক্ষক জেন গ্রিন। যদিও শেষে দল হারায় কাজে আসেনি। প্রতিপক্ষের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ব্র্যাড হুইল।
১৫৬ রান তাড়া করতে নেমে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ডও। তবে পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে ম্যাচে পথ হারাতে দেননি রিচি বেরিংটন ও লিস্ক। জয়ের জন্য যখন দলের প্রয়োজন ৯ রান, তখন ৪ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে আউট হন লিস্ক। সতীর্থ আউট হলেও ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৫ উইকেটের জয় এনে দেন অধিনায়ক বেরিংটন। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের ৩১২ রান দুই দলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৯৪ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ সাক্ষাতে স্কটল্যান্ডকে হারানোর স্মৃতি ছিল নামিবিয়ার। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে পাওয়ায় প্রতিপক্ষের সেই সুখস্মৃতি আর দীর্ঘ হতে দেয়নি স্কটল্যান্ড। এবারের টুর্নামেন্টে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে স্কটিশরা।
ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন মাইকেল লিস্ক। নামিবিয়াকে হারাতে ব্যাটে-বলে অবদান রেখেছেন তিনি। প্রথমে বল করে ১৬ রানে ১ উইকেট নেওয়ার পর প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ২০৫.৮৮ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে গতকালও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতো স্কটিশদের, যার স্বীকৃতিস্বরূপ ম্যাচ-সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসেই অতীতের দুঃসহ স্মৃতির কথা জানিয়েছেন লিস্ক। তিনি বলেছেন, ‘যারা আমাদের ম্যাচ দেখতে এসেছে, তাদের আস্থার প্রতিদান দিয়েছি আমরা। শেষবারের সাক্ষাতে তারা প্রথম ওভারেই আমাদের ৩ উইকেট তুলে নেয়। তাই এবারের জয়ের অনুভূতিটা বিশেষ।’
সামনে ওমান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে স্কটল্যান্ডের। দুটি ম্যাচেই অবদান রাখতে চান বলে জানিয়েছেন লিস্ক। তিনি বলেছেন, ‘সামনে দুটি বড় ম্যাচ অপেক্ষা করছে। আমার কাজ সহজ কঠিন জায়গা বল করে জায়গা খুঁজে নেওয়া। স্লটে থাকলে মাঠের বাইরে আঘাত করতে হবে। তাদের চাপে রেখে এগিয়ে যেতে হবে।’
গতকাল বার্বাডোজে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেলেও পরে অধিনায়ক জেরার্ড এরাসমাসের ফিফটিতে চ্যালেঞ্জিং লক্ষ্য পায় নামিবিয়া। এরাসমাসের ৩১ বলে ৫২ রানের বিপরীতে ২৮ রানের ইনিংস খেলে দলকে দেড় শ রানের ওপরে সংগ্রহ এনে দেন উইকেটরক্ষক জেন গ্রিন। যদিও শেষে দল হারায় কাজে আসেনি। প্রতিপক্ষের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ব্র্যাড হুইল।
১৫৬ রান তাড়া করতে নেমে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ডও। তবে পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে ম্যাচে পথ হারাতে দেননি রিচি বেরিংটন ও লিস্ক। জয়ের জন্য যখন দলের প্রয়োজন ৯ রান, তখন ৪ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে আউট হন লিস্ক। সতীর্থ আউট হলেও ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৫ উইকেটের জয় এনে দেন অধিনায়ক বেরিংটন। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের ৩১২ রান দুই দলের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৯৪ রান।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৫ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৬ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৭ ঘণ্টা আগে