Ajker Patrika

মুশতাক বললেন, বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারা সম্মানের

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২০: ১২
মুশতাক বললেন, বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করতে পারা সম্মানের

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। দলের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। তিনিই যে বাংলাদেশের স্পিন বোলিং কোচ। অনুশীলনের পর আজ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক। সেখানে বাংলাদেশি স্পিনারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজ-রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট পরিণত। আমার দায়িত্ব হলো টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলা। স্পিনারদের অ্যাঙ্গেলের বিষয়ে বুঝিয়ে দেওয়া। ব্যাটারদের কীভাবে মোকাবিলা করবে, কীভাবে পিচ রিড করবে, বলের গতি কেমন হবে, কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ডিং হবে সে বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়। যত অভিজ্ঞই হোক না কেন, এ ব্যাপারে তাদের জানার প্রয়োজন পড়ে।’

গত এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর অধীনে বাংলাদেশের স্পিনারদের উন্নতির গ্রাফও বেশ ঊর্ধ্বমুখী। রিশাদের উন্নতি চোখে পড়ার মতন। তাইজুল-মিরাজদেরও প্রশংসা মুশতাকের মুখে, ‘মিরাজ, তাইজুল চমৎকার অভিজ্ঞ বোলার, ম্যাচ উইনারও। তাদের সঙ্গে কাজ করতে পারাটা সম্মানের। তারা বেশ ভালো ছেলেও। দ্রুত শিখতে পারে। এখানে আমাদের দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আশা করি, এখানেও পার্থক্য গড়ে দিতে পারব।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত