ক্রীড়া ডেস্ক
পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদ মারা গেছেন ২০১৬ সালে।এবার তাঁর এক সতীর্থ মোহাম্মদ নাজির চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় নাজিরের বয়স হয়েছিল ৭৮ বছর।
লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ পরলোকে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ নাজির। তিনি নাজির জুনিয়র নামেও পরিচিত। ১৯৬৯ সালের অক্টোবরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তাঁর অভিষেক হয়। করাচির স্পিনবান্ধব পিচে প্রথম ইনিংসে ৯৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২৯ ও ১৭ রান করেছিলেন। দুই ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত। নিউজিল্যান্ড-পাকিস্তান সেই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচটাই ছিল কিংবদন্তি হানিফের শেষ টেস্ট। হানিফের ছোট ভাই সাদিক মোহাম্মদের ক্যারিয়ারের প্রথম টেস্ট।
পিসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নাজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও আম্পায়ার মোহাম্মদ নাজিরের মৃত্যুতে পিসিবি শোকাহত। ১৯৬৯ থেকে ১৯৮৪ পর্যন্ত ১৪ টেস্ট ও ৪ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৭ উইকেট। ৫ টেস্ট ও ১৫ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি পিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’
১৪ টেস্টে ১৮ গড়ে নাজির করেছিলেন ১৪৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসেই ২৯ রান তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তবে ৪ ওয়ানডেতে করেছেন ৪ রান। মজার বিষয়, ওয়ানডেতে যে তিন ইনিংসে ব্যাটিং করেছিলেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৮০ প্রথম শ্রেণির ম্যাচে ২২.২০ গড়ে করেন ৪২৪২ রান। করেছেন ২ সেঞ্চুরি। ২৯ লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে করেছেন ২৫৮ রান।
পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদ মারা গেছেন ২০১৬ সালে।এবার তাঁর এক সতীর্থ মোহাম্মদ নাজির চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় নাজিরের বয়স হয়েছিল ৭৮ বছর।
লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ পরলোকে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ নাজির। তিনি নাজির জুনিয়র নামেও পরিচিত। ১৯৬৯ সালের অক্টোবরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তাঁর অভিষেক হয়। করাচির স্পিনবান্ধব পিচে প্রথম ইনিংসে ৯৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২৯ ও ১৭ রান করেছিলেন। দুই ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত। নিউজিল্যান্ড-পাকিস্তান সেই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচটাই ছিল কিংবদন্তি হানিফের শেষ টেস্ট। হানিফের ছোট ভাই সাদিক মোহাম্মদের ক্যারিয়ারের প্রথম টেস্ট।
পিসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নাজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও আম্পায়ার মোহাম্মদ নাজিরের মৃত্যুতে পিসিবি শোকাহত। ১৯৬৯ থেকে ১৯৮৪ পর্যন্ত ১৪ টেস্ট ও ৪ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৭ উইকেট। ৫ টেস্ট ও ১৫ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি পিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’
১৪ টেস্টে ১৮ গড়ে নাজির করেছিলেন ১৪৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসেই ২৯ রান তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তবে ৪ ওয়ানডেতে করেছেন ৪ রান। মজার বিষয়, ওয়ানডেতে যে তিন ইনিংসে ব্যাটিং করেছিলেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৮০ প্রথম শ্রেণির ম্যাচে ২২.২০ গড়ে করেন ৪২৪২ রান। করেছেন ২ সেঞ্চুরি। ২৯ লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে করেছেন ২৫৮ রান।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৬ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৭ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৯ ঘণ্টা আগে