ক্রীড়া ডেস্ক
পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদ মারা গেছেন ২০১৬ সালে।এবার তাঁর এক সতীর্থ মোহাম্মদ নাজির চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় নাজিরের বয়স হয়েছিল ৭৮ বছর।
লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ পরলোকে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ নাজির। তিনি নাজির জুনিয়র নামেও পরিচিত। ১৯৬৯ সালের অক্টোবরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তাঁর অভিষেক হয়। করাচির স্পিনবান্ধব পিচে প্রথম ইনিংসে ৯৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২৯ ও ১৭ রান করেছিলেন। দুই ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত। নিউজিল্যান্ড-পাকিস্তান সেই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচটাই ছিল কিংবদন্তি হানিফের শেষ টেস্ট। হানিফের ছোট ভাই সাদিক মোহাম্মদের ক্যারিয়ারের প্রথম টেস্ট।
পিসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নাজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও আম্পায়ার মোহাম্মদ নাজিরের মৃত্যুতে পিসিবি শোকাহত। ১৯৬৯ থেকে ১৯৮৪ পর্যন্ত ১৪ টেস্ট ও ৪ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৭ উইকেট। ৫ টেস্ট ও ১৫ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি পিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’
১৪ টেস্টে ১৮ গড়ে নাজির করেছিলেন ১৪৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসেই ২৯ রান তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তবে ৪ ওয়ানডেতে করেছেন ৪ রান। মজার বিষয়, ওয়ানডেতে যে তিন ইনিংসে ব্যাটিং করেছিলেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৮০ প্রথম শ্রেণির ম্যাচে ২২.২০ গড়ে করেন ৪২৪২ রান। করেছেন ২ সেঞ্চুরি। ২৯ লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে করেছেন ২৫৮ রান।
পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদ মারা গেছেন ২০১৬ সালে।এবার তাঁর এক সতীর্থ মোহাম্মদ নাজির চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় নাজিরের বয়স হয়েছিল ৭৮ বছর।
লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ পরলোকে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ নাজির। তিনি নাজির জুনিয়র নামেও পরিচিত। ১৯৬৯ সালের অক্টোবরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তাঁর অভিষেক হয়। করাচির স্পিনবান্ধব পিচে প্রথম ইনিংসে ৯৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২৯ ও ১৭ রান করেছিলেন। দুই ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত। নিউজিল্যান্ড-পাকিস্তান সেই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচটাই ছিল কিংবদন্তি হানিফের শেষ টেস্ট। হানিফের ছোট ভাই সাদিক মোহাম্মদের ক্যারিয়ারের প্রথম টেস্ট।
পিসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নাজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও আম্পায়ার মোহাম্মদ নাজিরের মৃত্যুতে পিসিবি শোকাহত। ১৯৬৯ থেকে ১৯৮৪ পর্যন্ত ১৪ টেস্ট ও ৪ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৭ উইকেট। ৫ টেস্ট ও ১৫ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি পিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’
১৪ টেস্টে ১৮ গড়ে নাজির করেছিলেন ১৪৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসেই ২৯ রান তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তবে ৪ ওয়ানডেতে করেছেন ৪ রান। মজার বিষয়, ওয়ানডেতে যে তিন ইনিংসে ব্যাটিং করেছিলেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৮০ প্রথম শ্রেণির ম্যাচে ২২.২০ গড়ে করেন ৪২৪২ রান। করেছেন ২ সেঞ্চুরি। ২৯ লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে করেছেন ২৫৮ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে