Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না সোহানও! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ০১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না সোহানও! 

চোটে পড়ে সাকিব আল হাসানের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা আরও বেড়ে যাওয়ার খবরই এল এবার—আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত নুরুল হাসান সোহানও। অনুশীলনে তাসকিন আহমেদের বলে পাওয়া চোট থেকে এখনো মুক্তি মেলেনি এই উইকেটকিপার ব্যাটারের। 

এমনিতেই বিশ্বকাপে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মাহমুদউল্লাহর দল। এখন সাকিবের সঙ্গে সোহানও খেলতে না পারলে একাদশ সাজাতেই সমস্যায় পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। কারণ এই দুজন ছাড়া দলের সঙ্গে আছেন আর ১৩ জন। 

দলীয় সূত্র জানিয়েছে, ইংল্যান্ড ম্যাচের আগে তাসকিন আহমেদের বলে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন সোহান। এ সময় গার্ড সরে যাওয়ায় তাসকিনের একটি বল লাগে সোহানের তলপেটে। এ সময় ব্যথায় কাতরাতে কাতরাতে নেটে বসে যেতে দেখা যায় সোহানকে। অবশ্য সেই ব্যথা নিয়ে খেলেন ইংল্যান্ডের বিপক্ষেও। তবে পরে জানা যায় টেস্টিকুলারে পাওয়া চোটটা বাড়তে থাকে, অভ্যন্তরীণ রক্তপাতও হয়। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। চোটে পড়ায় তিন দিনের জন্য বিশ্রাম দেওয়া হয় সোহানকে। 

সোহানের বিশ্রামের সময় আজ শেষ হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই উইকেটকিপারকে উইকেটের পেছনে ও সামনে দেখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত