Ajker Patrika

৪ বছরে ৪০টির বেশি টেস্ট খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৯: ৫৭
৪ বছরে ৪০টির বেশি টেস্ট খেলবে বাংলাদেশ

২০০৬ সালে প্রথম টেস্ট অভিষেকের পর মুশফিকুর রহিম টেস্ট খেলেছেন ৮০টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এদিকে মুশফিকের প্রায় পাঁচ বছর পর টেস্ট অভিষেক হওয়া বিরাট কোহলির টেস্ট ম্যাচের সংখ্যা শতক ছাড়িয়েছে। মুশফিক ও কোহলির টেস্ট সংখ্যাই বলে দিচ্ছে বাংলাদেশ তুলনামূলক কম টেস্ট খেলার সুযোগ পায়।

এবার সেই আক্ষেপ কিছুটা ঘুচতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কল্যাণে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট খেলবে বাংলাদেশ, যার বেশিরভাগই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সঙ্গে ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ থেকে ২০২৭ সালের সম্ভাব্য এফটিপিতে এমনটা জানা গেছে। 

এবারের এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোয় সিরিজ খেলতে যাওয়ার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ, সেটির ইঙ্গিত মিলেছিল গত সপ্তাহে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথায়। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ডে গিয়েছিল ২০১০ সালে। আর অস্ট্রেলিয়ায় গিয়েছিল ২০০৮ সালে। 

নতুন এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। এটি সমাধান করার জন্য আমরা বোর্ডগুলোর সঙ্গে কথা বলেছি। বেশ কিছু ইতিবাচক দিক আমরা পেয়েছি। আশা করছি পরবর্তী এফটিপি যেটা আসবে, তাতে কিছু প্রতিফলন দেখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত