Ajker Patrika

শেষ বিকেলের রোমাঞ্চে বাংলাদেশের আশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৮ মে ২০২২, ২১: ৩৮
শেষ বিকেলের রোমাঞ্চে বাংলাদেশের আশা

প্রথম ইনিংসে ব্যাটিং করে দুই সেঞ্চুরিতে ৪৬৫ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে আবারও নড়বড়ে শুরু শ্রীলঙ্কার। সফরকারীরা হারিয়েছে দুই ব্যাটারকে। বোলিংয়ে দারুণ করলেও শেষ বেলার ব্যাটিংয়ে আক্ষেপের সঙ্গে দিন পার করল লঙ্কানরা। 

আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ৩৯ রান। প্রথম ইনিংসে তারা করেছিল ৩৯৭ রান। জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান। 

সকালের সেশনটা দারুণ কাটে বাংলাদেশের। মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে দারুণ এক সেশন পায় স্বাগতিকেরা। পরের সেশনে তিন উইকেট হারিয়ে নড়বড়ে অবস্থানে বাংলাদেশ। শেষ সেশনে আরও তিন উইকেট হারানোর পর হাতে বল লাগায় রিটায়ার্ড আউট হন শরীফুল ইসলাম। শেষ হয় বাংলাদেশের ইনিংস। 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আসা শুরুতে ওপেনার ওশাদা ফার্নান্দোকে রানআউট করেন তাইজুল। এরপর নামেন স্পিনার লাথিস এম্বুলদেনিয়া। ১৭.১ ওভারে এই ব্যাটারকে বোল্ড করেন তাইজুল। এতেই ঘটে দিনের সমাপ্তি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত