Ajker Patrika

বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন সৌরভ

ক্রীড়া ডেস্ক    
বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত
বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার তো হাত-পা নেই। হঠাৎ কখন আসবে, সেটা আগে থেকে অনুমান করাও কঠিন। সৌরভ গাঙ্গুলীও হয়তো কল্পনা করতে পারেননি তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে ভয়ংকর দুর্ঘটনা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।

বর্ধমান যাওয়ার পথে সৌরভের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে। গতকাল সকালে এক অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁদপুরে দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর রেঞ্জ রোভার। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃষ্টির মধ্যে দাঁদপুরে আচমকাই এক ট্রাক সৌরভের গাড়িবহরের সামনে এসে পড়ে। বিপদ সামলাতে হার্ড ব্রেক কষেন ভারতের বাঁহাতি ব্যাটারের গাড়ির চালক। তবে আচমকা ব্রেকের কারণে পেছনে থাকা গাড়ির চালকেরাও হতবুদ্ধিকর হয়ে পড়েন। তাতে সৌরভের পেছনে থাকা গাড়িগুলো একে একে ধাক্কা খেতে থাকে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তিনি ছিলেন অতিথি। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে সৌরভ প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে পৌঁছান ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। দাঁদপুর থানা পুলিশ সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কোনোরকম ক্ষয়ক্ষতি সৌরভের রেঞ্জ রোভারের হয়নি।

ক্রিকেটারদের গাড়িতে ধাক্কা লাগার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এ মাসের শুরুতে প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর কানিংহাম রোডে সন্ধ্যার সময় এক অটোচালকের সঙ্গে রাহুল দ্রাবিড়ের ঝগড়ার ঘটনা ঘটেছিল ধাক্কা লাগার কারণেই। ভারতীয় বার্তা সংস্থা আইএনএসের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ইন্ডিয়ান এক্সপ্রেস জাংশন থেকে হাই গ্রাউন্ডসে যাচ্ছিলেন দ্রাবিড়। যানজটের মধ্যে এক অটোচালকের বিরুদ্ধে দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা লাগার অভিযোগ উঠেছে। ঠাণ্ডা মেজাজের দ্রাবিড়ের মাথা গরম করায় অনেকেই অবাক হয়েছিলেন। ভারতীয় তারকা এই ব্যাটার অটোচালকের মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর টুকে নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত