আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনও আইপিএল বর্জনের ডাক দিয়েছিলেন ইনজামাম-উল হক। নতুন করে আবারও বলেছেন, আইপিএলের বিরুদ্ধে এখনই কঠোর হওয়া উচিত সব ক্রিকেট বোর্ডের। ভারতের এ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট পাঠানো বন্ধ করার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ইনজামামের দাবি, বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটের আইপিএল খেলতে ছাড়পত্র দেয়। কিন্তু বিসিসিআই অন্য দেশের টি-টোয়েন্টি লিগে ভারতের খেলোয়াড়দের খেলতে অনাপত্তিপত্র দেয় না। তাই বাকি বোর্ডগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা।’
ইনজামামের এই বক্তব্য মোটামুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়েছে। তিনি আরও বলেন, ‘বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলোরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’
বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন।
ভারতের পুরুষ ক্রিকেটাররা জাতীয় দল ও আইপিএল থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে—প্রথম শ্রেণির ও ৫০ ওভারের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনও আইপিএল বর্জনের ডাক দিয়েছিলেন ইনজামাম-উল হক। নতুন করে আবারও বলেছেন, আইপিএলের বিরুদ্ধে এখনই কঠোর হওয়া উচিত সব ক্রিকেট বোর্ডের। ভারতের এ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট পাঠানো বন্ধ করার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ইনজামামের দাবি, বিশ্বের সব দেশের সেরা ক্রিকেটের আইপিএল খেলতে ছাড়পত্র দেয়। কিন্তু বিসিসিআই অন্য দেশের টি-টোয়েন্টি লিগে ভারতের খেলোয়াড়দের খেলতে অনাপত্তিপত্র দেয় না। তাই বাকি বোর্ডগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত মনে করেন তিনি।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা।’
ইনজামামের এই বক্তব্য মোটামুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয় পড়েছে। তিনি আরও বলেন, ‘বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলোরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’
বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন।
ভারতের পুরুষ ক্রিকেটাররা জাতীয় দল ও আইপিএল থেকে অবসর নিলে তবেই বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে তাঁদের শুধু ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে—প্রথম শ্রেণির ও ৫০ ওভারের ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। আইপিএল খেলার জন্য অনেক সময় দেশের হয়েও খেলেন না ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের আয়ের প্রধান উৎস আইপিএল। বিদেশি ক্রিকেটারেরা না খেললে প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২১ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
২৬ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৩৫ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে