Ajker Patrika

ওয়াসিম আকরামকে যে রেকর্ডে ছাড়িয়ে গেলেন পাকিস্তানি লেগ স্পিনার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৫: ২৮
ওয়াসিম আকরামকে যে রেকর্ডে ছাড়িয়ে গেলেন পাকিস্তানি লেগ স্পিনার

রেকর্ড ভাঙাগড়ার খেলা ক্রীড়াঙ্গনে খুবই নিয়মিত ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে লেখা হচ্ছে নতুন কারও নামে। এবার ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন আবরার আহমেদ। পাকিস্তানি লেগ স্পিনার তাতে পেছনে ফেললেন স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরামকে। 

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল আবরারের। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। সাদা পোশাকে অভিষেক ম্যাচে ১১ উইকেট ঝুলিতে পুরেছিলেন পাকিস্তানি এই লেগ স্পিনার। মুলতানের পর করাচিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় পাকিস্তান-ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নেন আবরার। তাতে প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নিলেন এই লেগ স্পিনার, যা পাকিস্তানিদের মধ্যে প্রথম দুই টেস্টের হিসাবে সর্বোচ্চ। 

আবরারের আগে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফজল মাহমুদ। ১৯৫২ সালে ভারতের বিপক্ষে ১৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের এই পেসার। পাকিস্তানের জার্সিতে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই বাঁহাতি পেসার। 

প্রথম দুই টেস্টে পাকিস্তানিদের সর্বোচ্চ উইকেট
১.আবরার আহমেদ: ১৭ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০২২ 
২.ফজল মাহমুদ: ১৪ উইকেট; প্রতিপক্ষ: ভারত; ১৯৫২ 
৩.জাহিদ মাহমুদ: ১৩ উইকেট; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০২২ 
   আরিফ বাট: ১৩ উইকেট; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড; ১৯৬৪-৬৫ 
৪.ওয়াসিম আকরাম: ১২ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ১৯৮৫ 
    ইয়াসির শাহ: ১২ উইকেট; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০১৪ 
   মোহাম্মদ জাহিদ: ১২ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা; ১৯৯৬-৯৭ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত