Ajker Patrika

রোহিত-অধ্যায়ের শুরুটা হচ্ছে রুদ্ধদ্বার নরেন্দ্র মোদিতে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১: ৫০
রোহিত-অধ্যায়ের শুরুটা হচ্ছে রুদ্ধদ্বার নরেন্দ্র মোদিতে

আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল। এ ম্যাচ দিয়েই স্থায়ী অধিনায়কত্বের অভিষেক হবে রোহিত শর্মার। সাদা বলে ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজই রোহিতের প্রথম ম্যাচ। রোহিত-অধ্যায়ের সূচনাটা হচ্ছে রুদ্ধদ্বার মাঠেই। ভারতে ওমিক্রনের ঊর্ধ্বগতিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে না কোনো দর্শক। 

নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে রোহিত জানিয়েছেন তাঁর ভাবনার কথা। তিনি বলেন, ‘বিরাট যখন অধিনায়ক ছিল, আমি আমি ছিলাম সহ-অধিনায়ক। ও যেখানে দলকে রেখে গেছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের প্রত্যাশা আমি জানি। দল যেন একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে। এমন নয় যে, আমি দায়িত্ব নিচ্ছি মানে সবকিছু পাল্টে ফেলতে হবে। যেভাবে দল চলছে, সেভাবেই চলবে। প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে অবগত।’ 

করোনায় আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেই শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। বোনের বিয়ের জন্য দলে নেই লোকেশ রাহুলও। ওপেনিংয়ে তাই রোহিতে সঙ্গে দেখা যাবে ঈশান কিষান। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘ইশান কিষানই একমাত্র বিকল্প। ও ওপেন করবে। মায়াঙ্ক (আগরওয়াল) এখনো আইসোলেশনে। কোনো চোট না পেলে গেলে (ইশান) ওপেন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত