ক্রীড়া ডেস্ক
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। সাকিব নেমেছেন ওপেনিংয়েই। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। সাকিব নেমেছেন ওপেনিংয়েই। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
৩৪ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে