অনলাইন ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির এক সূত্র জানিয়েছে, হাসান মাহমুদ একা নন, বোর্ড নিজ খরচে আরও তিন-চার পেসারকে প্রস্তুতি ক্যাম্পে যুক্ত করছে। দলের অনুশীলনে মানসম্পন্ন পেসার রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১২ জানুয়ারি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাস ও শরীফুল ইসলামের না থাকাটা চমকই বলা চলে। চূড়ান্ত দলে জায়গা না হলেও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হাসানকে প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়েছে। এছাড়া শুরু থেকেই ক্যাম্পে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসান। আজও তাঁদের অনুশীলনে দেখা গেছে।
তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান—বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মূল দলে আছেন এই চার পেসার। ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির এক সূত্র জানিয়েছে, হাসান মাহমুদ একা নন, বোর্ড নিজ খরচে আরও তিন-চার পেসারকে প্রস্তুতি ক্যাম্পে যুক্ত করছে। দলের অনুশীলনে মানসম্পন্ন পেসার রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১২ জানুয়ারি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাস ও শরীফুল ইসলামের না থাকাটা চমকই বলা চলে। চূড়ান্ত দলে জায়গা না হলেও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হাসানকে প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়েছে। এছাড়া শুরু থেকেই ক্যাম্পে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসান। আজও তাঁদের অনুশীলনে দেখা গেছে।
তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান—বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মূল দলে আছেন এই চার পেসার। ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে