Ajker Patrika

শততম টেস্টে অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি

শততম টেস্টে অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলে না পারলে অধিনায়কত্ব হারাবেন—গুঞ্জনটা আগে থেকেই ছিল। সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অবশ্য কোনো পদক্ষেপ নিতে হয়নি। বিরাট কোহলি নিজ থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা যখন তুঙ্গে, তখন অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন কোহলি। এমনই দাবি বিসিসিআইয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তার। 

ফেব্রুয়ারির শেষ দিকে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট হবে বেঙ্গালুরুতে। এম. চিন্নাস্বামী স্টেডিয়াম আবার কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠ। সেখানেই নিজের ১০০ তম টেস্ট খেলার পাশাপাশি ধুমধাম আয়োজনে এই সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারতেন। তবে কোহলি বিসিসিআইয়ের ওই কর্মকর্তাকে মুঠোফোনে বলেছেন, ‘একটি ম্যাচ আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে না। অধিনায়কত্ব নয়; বরং আমার পুরো মনোযোগ ব্যাটিংয়ে।’ 

ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে চটজলদি সিদ্ধান্ত নিতে চায় না বিসিসিআই। ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ওই বোর্ড কর্মকর্তা। 

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। তাঁর জায়গায় আনা হয় কোহলিকে। টেস্ট অধিনায়ক হিসেবে কোহলি বেশ সফল। তাঁর নেতৃত্ব খেলা ৬৮ টেস্টের ৪০ টিতে জিতেছে ভারত। ড্র করেছে ১১ ম্যাচে। হেরেছে বাকি ১৭ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত