ক্রীড়া ডেস্ক
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের মুহূর্ত হয়তো অনেকেই ভুলতে বসেছিলেন। ১১ বছর আগের ঘটনা বলে কথা। তবে গত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যা হলো, তা আইপিএলের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
২০২৫ পিএসএলের ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-লাহোর কালান্দার্স। এই ম্যাচে ২০২ রানের লক্ষ্য তাড়া করে স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা নিজেদের করে নিল রিশাদ হোসেন-সিকান্দার রাজাদের লাহোর কালান্দার্স। এর আগে এই রেকর্ডটা ছিল কলকাতা নাইট রাইডার্সের। ২০১৪ আইপিএলে পাঞ্জাব কিংসের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করেছে। পিএসএলে কোয়েটার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কারণ, হাতে ৬ উইকেট থাকলেও শেষ দুই ওভারে লাহোরের দরকার ছিল ৩১ রান। ১৯তম ওভারের মোহাম্মদ আমিরের করা প্রথম চার বল থেকে লাহোর নিতে পারে কেবল ৮ রান।
শেষ ৮ বলে ২৩ রানের সমীকরণ যখন লাহোর কালান্দার্সের সামনে, তখন আমিরকে চার ও ছক্কা মেরে কুশল পেরেরা সমীকরণ তুলনামূলক সহজ করে নিয়ে আসেন। আর শেষ ওভারের পঞ্চম বলে ফাহিম আশরাফকে চার মেরে লাহোরকে সিকান্দার রাজা এনে দেন তৃতীয় পিএসএল শিরোপা। রাজা তো বটেই, পুরো লাহোর কালান্দার্স যখন শিরোপা জয়ের উদযাপনে মত্ত। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে কাঁধে চড়িয়ে রিশাদরা করলেন উল্লাস।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জন্য পিএসএল ফাইনাল এক অভিশাপই বটে। এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে একবার। ২০১৯ সালে পেশোয়ার জালমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কোয়েটা। ২০১৬, ২০১৭ সালে কোয়েটা শিরোপা খুইয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির কাছে।
স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পাঁচ রেকর্ড
লক্ষ্য দল প্রতিপক্ষ সাল
২০২ লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০২৫ পিএসএল
২০০ কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব ২০১৪ আইপিএল
১৯৫ ফরচুন বরিশাল চিটাগং কিংস ২০২৫ বিপিএল
১৯১ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস ২০১২ আইপিএল
১৯০ দুবাই ক্যাপিটালস ডেজার্ট ভাইপার্স ২০২৫ আইএলটি-টোয়েন্টি
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের মুহূর্ত হয়তো অনেকেই ভুলতে বসেছিলেন। ১১ বছর আগের ঘটনা বলে কথা। তবে গত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যা হলো, তা আইপিএলের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
২০২৫ পিএসএলের ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-লাহোর কালান্দার্স। এই ম্যাচে ২০২ রানের লক্ষ্য তাড়া করে স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা নিজেদের করে নিল রিশাদ হোসেন-সিকান্দার রাজাদের লাহোর কালান্দার্স। এর আগে এই রেকর্ডটা ছিল কলকাতা নাইট রাইডার্সের। ২০১৪ আইপিএলে পাঞ্জাব কিংসের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করেছে। পিএসএলে কোয়েটার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কারণ, হাতে ৬ উইকেট থাকলেও শেষ দুই ওভারে লাহোরের দরকার ছিল ৩১ রান। ১৯তম ওভারের মোহাম্মদ আমিরের করা প্রথম চার বল থেকে লাহোর নিতে পারে কেবল ৮ রান।
শেষ ৮ বলে ২৩ রানের সমীকরণ যখন লাহোর কালান্দার্সের সামনে, তখন আমিরকে চার ও ছক্কা মেরে কুশল পেরেরা সমীকরণ তুলনামূলক সহজ করে নিয়ে আসেন। আর শেষ ওভারের পঞ্চম বলে ফাহিম আশরাফকে চার মেরে লাহোরকে সিকান্দার রাজা এনে দেন তৃতীয় পিএসএল শিরোপা। রাজা তো বটেই, পুরো লাহোর কালান্দার্স যখন শিরোপা জয়ের উদযাপনে মত্ত। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে কাঁধে চড়িয়ে রিশাদরা করলেন উল্লাস।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জন্য পিএসএল ফাইনাল এক অভিশাপই বটে। এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে একবার। ২০১৯ সালে পেশোয়ার জালমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কোয়েটা। ২০১৬, ২০১৭ সালে কোয়েটা শিরোপা খুইয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির কাছে।
স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পাঁচ রেকর্ড
লক্ষ্য দল প্রতিপক্ষ সাল
২০২ লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০২৫ পিএসএল
২০০ কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব ২০১৪ আইপিএল
১৯৫ ফরচুন বরিশাল চিটাগং কিংস ২০২৫ বিপিএল
১৯১ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস ২০১২ আইপিএল
১৯০ দুবাই ক্যাপিটালস ডেজার্ট ভাইপার্স ২০২৫ আইএলটি-টোয়েন্টি
১৩৪ রানের লক্ষ্য। মামুলি এই লক্ষ্য তাড়া করতে গিয়েও পাকিস্তান ক্রিকেট দলকে খেলতে হলো ১৮ ওভার পর্যন্ত। বোলার দুশমন্ত চামিরার বলে মোহাম্মদ নওয়াজের ছক্কায় যখন নিশ্চিত হলো পাকিস্তানের জয়, তখন ক্রিজের দুই ব্যাটার চোখ তুলে তাকালে আকাশ পানে; একটা স্বস্তির আভা তাদের চোখে মুখে।
৫ ঘণ্টা আগেএক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ((ইউএসএসি) কার্যক্রম পর্যালোচনা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে গভীর আলোচনার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংস্থায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
৬ ঘণ্টা আগেদুই দলের কাছে ম্যাচটি টিকে থাকার। হেরে গেলে কার্যত ফাইনাল খেলার সম্ভাবনা শেষ। আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই। কিন্তু সেখানে শক্ত পুঁজি দাঁড় করাতে পারেনি এশিয়া কাপ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে তারা।
৮ ঘণ্টা আগেরক্ষণভাগের দুই খেলোয়াড় চোট পাওয়ায় বেশ চিন্তিতই ছিল বার্সেলোনা। এবার কিছুটা হলেও চিন্তা কমল কাতালানদের। চোট কাটিয়ে ফিরেছেন দলটির লেফট ব্যাক আলেহান্দ্রো বালদে। যদিও কবে মাঠে নামবেন এই ২১ বছর বয়সী ফুটবলার, সেটা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে