নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট টেস্ট যত ঘনিয়ে আসছে, ততই যেন চিন্তা বাড়ছে বাংলাদেশ দলের। চিন্তা প্রতিপক্ষকে নিয়ে সেভাবে নয়, তাদের ভাবাচ্ছে আবহাওয়া।
প্রখর রোদে কদিন প্রস্তুতি নেওয়ার পর এখন আবার আবহাওয়ার রং বদলেছে। মেঘ, বৃষ্টি, বৈশাখী হাওয়া—সব মিলিয়ে সিলেট টেস্টের কৌশল নিয়েও যেন নতুন করে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। গতকাল সকালে সিলেটে বৃষ্টি হয়েছে। এতে ব্যাঘাত ঘটে সফরকারী জিম্বাবুয়ের অনুশীলনে। বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় শেষমেশ বিরস মনে হোটেলে ফিরে যেতে হয় জিম্বাবুয়েকে।
দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকায় শান্ত, মুশফিক, মিরাজেরা নির্ধারিত সময়েই অনুশীলন শেষ করতে পেরেছেন। শান্তদের প্রস্তুতি দেখতে সিলেটে উড়ে গেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিমানবন্দর থেকে সোজা মাঠে গিয়ে তাঁরা গভীরভাবে উইকেট পর্যবেক্ষণ করেন।
উইকেট কেমন হবে, তা এখনো চূড়ান্ত নয়। শুরুতে যে রকম কন্ডিশন ভাবা হচ্ছিল, আবহাওয়ার আচরণ পরিবর্তন হলে সেটি না-ও থাকতে পারে। তপ্ত রোদ্দুরের উইকেট আর বৃষ্টিবাদলার আশঙ্কায় কাভারে ঢাকা উইকেটের মধ্যে নিশ্চয়ই পার্থক্য থাকবে। আজ-কালকের আবহাওয়া, উইকেট বুঝেই দলের কৌশল ও সমন্বয় চূড়ান্ত করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত আবহাওয়ার বদলের বিষয়টি মাথায় রেখে ‘প্ল্যান-এ’, ‘প্ল্যান-বি’ সবই তৈরি রাখতে হচ্ছে প্রধান কোচ ফিল সিমন্সকে। তিন পেসার নিয়ে খেলবেন, নাকি এক পেসার আর তিন স্পিনার নিয়ে নামবেন—তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না আবহাওয়া। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে স্পিন আক্রমণই প্রধান অস্ত্র। তবে গত এক বছরে পেসাররা নিজেদের ধার বুঝিয়েছেন। নাহিদ রানা-হাসান মাহমুদদের মতো তরুণ পেসাররা ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দারুণ খেলেছেন।
বাংলাদেশ যত পরিকল্পনা করুক, তাদের তাকাতে হচ্ছে আকাশের দিকেও। টিম ম্যানেজমেন্টের সদস্যরা তাই ক্ষণে ক্ষণে খবর নিচ্ছেন স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের কাছ থেকে। আগামী কদিনে কখন বৃষ্টি হবে, কখন রোদ, কখন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন—ইত্যাকার তথ্য তাঁরা নিয়মিতই নিচ্ছেন। সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের অন্য জায়গার মতো এ কদিন সিলেটেও বৃষ্টির প্রবণতা রয়েছে প্রতিদিনই। আমরা যেসব আবহাওয়া মডেল দেখছি, তাতে আগামী ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিনের কোনো না কোনো সময়ে বৃষ্টি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিনগুলোয় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।’
টেস্টের মতো লম্বা সংস্করণের ম্যাচে রং বদলায় সেশনে সেশনে। এখন একেক সেশনে বৃষ্টির বাধা মানে শুধু খেলার সময় হারানো নয়, কৌশলগত পিছিয়ে পড়ার আশঙ্কাও জাগে। জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াস জয়ের লক্ষ্যে খেলতে নেমে যেন কঠিন চ্যালেঞ্জের মধ্যে না পড়তে হয়, সেটিও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।
সিলেট টেস্ট যত ঘনিয়ে আসছে, ততই যেন চিন্তা বাড়ছে বাংলাদেশ দলের। চিন্তা প্রতিপক্ষকে নিয়ে সেভাবে নয়, তাদের ভাবাচ্ছে আবহাওয়া।
প্রখর রোদে কদিন প্রস্তুতি নেওয়ার পর এখন আবার আবহাওয়ার রং বদলেছে। মেঘ, বৃষ্টি, বৈশাখী হাওয়া—সব মিলিয়ে সিলেট টেস্টের কৌশল নিয়েও যেন নতুন করে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। গতকাল সকালে সিলেটে বৃষ্টি হয়েছে। এতে ব্যাঘাত ঘটে সফরকারী জিম্বাবুয়ের অনুশীলনে। বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় শেষমেশ বিরস মনে হোটেলে ফিরে যেতে হয় জিম্বাবুয়েকে।
দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকায় শান্ত, মুশফিক, মিরাজেরা নির্ধারিত সময়েই অনুশীলন শেষ করতে পেরেছেন। শান্তদের প্রস্তুতি দেখতে সিলেটে উড়ে গেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিমানবন্দর থেকে সোজা মাঠে গিয়ে তাঁরা গভীরভাবে উইকেট পর্যবেক্ষণ করেন।
উইকেট কেমন হবে, তা এখনো চূড়ান্ত নয়। শুরুতে যে রকম কন্ডিশন ভাবা হচ্ছিল, আবহাওয়ার আচরণ পরিবর্তন হলে সেটি না-ও থাকতে পারে। তপ্ত রোদ্দুরের উইকেট আর বৃষ্টিবাদলার আশঙ্কায় কাভারে ঢাকা উইকেটের মধ্যে নিশ্চয়ই পার্থক্য থাকবে। আজ-কালকের আবহাওয়া, উইকেট বুঝেই দলের কৌশল ও সমন্বয় চূড়ান্ত করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত আবহাওয়ার বদলের বিষয়টি মাথায় রেখে ‘প্ল্যান-এ’, ‘প্ল্যান-বি’ সবই তৈরি রাখতে হচ্ছে প্রধান কোচ ফিল সিমন্সকে। তিন পেসার নিয়ে খেলবেন, নাকি এক পেসার আর তিন স্পিনার নিয়ে নামবেন—তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না আবহাওয়া। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে স্পিন আক্রমণই প্রধান অস্ত্র। তবে গত এক বছরে পেসাররা নিজেদের ধার বুঝিয়েছেন। নাহিদ রানা-হাসান মাহমুদদের মতো তরুণ পেসাররা ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দারুণ খেলেছেন।
বাংলাদেশ যত পরিকল্পনা করুক, তাদের তাকাতে হচ্ছে আকাশের দিকেও। টিম ম্যানেজমেন্টের সদস্যরা তাই ক্ষণে ক্ষণে খবর নিচ্ছেন স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের কাছ থেকে। আগামী কদিনে কখন বৃষ্টি হবে, কখন রোদ, কখন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন—ইত্যাকার তথ্য তাঁরা নিয়মিতই নিচ্ছেন। সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের অন্য জায়গার মতো এ কদিন সিলেটেও বৃষ্টির প্রবণতা রয়েছে প্রতিদিনই। আমরা যেসব আবহাওয়া মডেল দেখছি, তাতে আগামী ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিনের কোনো না কোনো সময়ে বৃষ্টি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিনগুলোয় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।’
টেস্টের মতো লম্বা সংস্করণের ম্যাচে রং বদলায় সেশনে সেশনে। এখন একেক সেশনে বৃষ্টির বাধা মানে শুধু খেলার সময় হারানো নয়, কৌশলগত পিছিয়ে পড়ার আশঙ্কাও জাগে। জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াস জয়ের লক্ষ্যে খেলতে নেমে যেন কঠিন চ্যালেঞ্জের মধ্যে না পড়তে হয়, সেটিও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৭ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩৯ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে