Ajker Patrika

দুই নারী ক্রিকেটারের করোনা, পুরো দল আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮: ১৮
দুই নারী ক্রিকেটারের করোনা, পুরো দল আইসোলেশনে

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। জিম্বাবুয়ে থেকে ফিরে ক্রিকেটাররা হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। জানা গেছে হোটেলে থাকা দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা পজিটিভ আসা দুই নারী ক্রিকেটারসহ পুরো দলকে রাখা হয়েছে আইসোলেশনে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এখন সরকারের স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থা নিচ্ছে বিসিবি।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় জিম্বাবুয়েতে চলতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এক ম্যাচ বাকি থাকতেই পরদিনই দেশের উদ্দেশে রওনা দিয়েছিল নিগার সুলতানরা দল। 

বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ২৭০ রানে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার  হিসেবে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)।

তৃতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু তার আগেই আইসিসি বাতিল করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত