টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করে আগেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন সিদ্ধার্থ মোহিত। এবার সেটি টেনে নিয়ে গেলেন ৭২ ঘণ্টায়। টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুলেছেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার।
রেকর্ড ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহিত। ১৯ বছর বয়সী তরুণ বলেন, ‘আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু আছে। করোনা আর লকডাউনের কারণে দুই বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই।’
মোহিতের স্বপ্ন বাস্তবায়ন করেছেন কোচ জ্বালা সিং। তিনি আবার ভারতের তারকা হয়ে ওঠা তরুণ ক্রিকেটার যশস্বী জাইসওয়ালের কোচ। মোহিত জানান, ‘অনেক একাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করেন।’
এই রেকর্ডের পেছনের কারিগর কোচ জ্বালা বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থ মোহিতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিত শুধুই নেট বোলারদের খেলছেন।
টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করে আগেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন সিদ্ধার্থ মোহিত। এবার সেটি টেনে নিয়ে গেলেন ৭২ ঘণ্টায়। টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুলেছেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার।
রেকর্ড ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহিত। ১৯ বছর বয়সী তরুণ বলেন, ‘আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু আছে। করোনা আর লকডাউনের কারণে দুই বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই।’
মোহিতের স্বপ্ন বাস্তবায়ন করেছেন কোচ জ্বালা সিং। তিনি আবার ভারতের তারকা হয়ে ওঠা তরুণ ক্রিকেটার যশস্বী জাইসওয়ালের কোচ। মোহিত জানান, ‘অনেক একাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করেন।’
এই রেকর্ডের পেছনের কারিগর কোচ জ্বালা বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থ মোহিতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিত শুধুই নেট বোলারদের খেলছেন।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৩ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৪ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৫ ঘণ্টা আগে