নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে, দুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন নাজমুল হাসান পাপন। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বিসিবি সভাপতির এমন মন্তব্যের সঙ্গে একমত নন।
তামিমের দাবি, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের আবহ বেশ ভালো। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয়, দলের আবহ খুবই ভালো। আজকে থেকে না, অনেক দিন ধরেই ভালো। যেটার ফলও আপনারা দেখছেন। আমরা সব সময় ওয়ানডেতে ভালো ছিলাম, সব সময় বলব না, গত পাঁচ-ছয় বছর ধরেই ভালো করছি। সবশেষ পাঁচ-ছয়টা সিরিজ যদি দেখি, আমরা বেশির ভাগই জিতেছি। যখনই একটা আনন্দময় ড্রেসিংরুম থাকে বা একটা আনন্দময় পরিবেশ থাকে, তখনই এসব জিনিস সহজ হয়। আমি তাই কোনো পরিবর্তন দেখছি না। ঠিক এক বছর আগে যেরকম ছিল, এখনো সেরকমই আছে। কোনো কিছু (পরিবর্তন) নেই।’
সাকিব-তামিম দ্বন্দ্বের কারণে বাংলাদেশ দলের ড্রেসিংরুম বিভক্তের কথাও এসেছে পাপনের সাক্ষাৎকারে। তবে তামিম জানিয়েছেন, দলের সবার সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। এমনকি দলের যেকোনো প্রয়োজনে সাকিবের পরামর্শও নেন তামিম। ভালো সম্পর্ক বোঝাতে দলের সবার সঙ্গেই ডিনারে যাওয়ার বিষয়ও এনেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি তাসকিনের সঙ্গে ডিনারে যাই, তাইজুল, মিঠুন, শান্তর সঙ্গেও যাই। আমার অনেক বন্ধু। মুশফিকের সঙ্গেও ডিনারে যাই। বন্ধু...দেখেন, এটা পেশাদার জায়গা। আমার কাছে মনে হয়, যে সবার সঙ্গে সবার সম্পর্ক একই লেভেলে আপনার থাকবে না। আমি নিশ্চিত, আপনার অফিসে সবার সঙ্গে একই সম্পর্ক নেই।’
ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়েও কথা হচ্ছে। পাপন নিজেই বলেছেন, এটা তামিমের পছন্দ ছিল। তবে দল নির্বাচনের এসব বিষয় বাইরে আসা সমীচীন নয় বলেন মনে করেন তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘দল নির্বাচনের বৈঠকে অনেক আলোচনা হয়। মত বিরোধ থাকে। কিন্তু আমরা একটা দল। ওখান থেকে (বৈঠক থেকে কথা বাইরে আসা) বের হয়ে আসা স্বাস্থ্যকর নয়। তাইজুলকে ভারত সিরিজে না দেখে অবাক হয়েছি। আমি সব সময় পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছি। নাসুমও দারুণ। টি-টোয়েন্টিতে দুর্দান্ত। অল্প সুযোগ পেয়েও ওয়ানডেতে ভালো করেছে। কিন্তু আমরা মনে করেছি, তাইজুল বেশি ভালো হবে (ইংল্যান্ড সিরিজে)। এটা তামিম একাদশের অধিনায়ক হলে পছন্দ-অপছন্দ আসত...কিন্তু আমি বাংলাদেশ দলের অধিনায়ক। আমার কাছে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।’
তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে, দুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন নাজমুল হাসান পাপন। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বিসিবি সভাপতির এমন মন্তব্যের সঙ্গে একমত নন।
তামিমের দাবি, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের আবহ বেশ ভালো। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয়, দলের আবহ খুবই ভালো। আজকে থেকে না, অনেক দিন ধরেই ভালো। যেটার ফলও আপনারা দেখছেন। আমরা সব সময় ওয়ানডেতে ভালো ছিলাম, সব সময় বলব না, গত পাঁচ-ছয় বছর ধরেই ভালো করছি। সবশেষ পাঁচ-ছয়টা সিরিজ যদি দেখি, আমরা বেশির ভাগই জিতেছি। যখনই একটা আনন্দময় ড্রেসিংরুম থাকে বা একটা আনন্দময় পরিবেশ থাকে, তখনই এসব জিনিস সহজ হয়। আমি তাই কোনো পরিবর্তন দেখছি না। ঠিক এক বছর আগে যেরকম ছিল, এখনো সেরকমই আছে। কোনো কিছু (পরিবর্তন) নেই।’
সাকিব-তামিম দ্বন্দ্বের কারণে বাংলাদেশ দলের ড্রেসিংরুম বিভক্তের কথাও এসেছে পাপনের সাক্ষাৎকারে। তবে তামিম জানিয়েছেন, দলের সবার সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। এমনকি দলের যেকোনো প্রয়োজনে সাকিবের পরামর্শও নেন তামিম। ভালো সম্পর্ক বোঝাতে দলের সবার সঙ্গেই ডিনারে যাওয়ার বিষয়ও এনেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি তাসকিনের সঙ্গে ডিনারে যাই, তাইজুল, মিঠুন, শান্তর সঙ্গেও যাই। আমার অনেক বন্ধু। মুশফিকের সঙ্গেও ডিনারে যাই। বন্ধু...দেখেন, এটা পেশাদার জায়গা। আমার কাছে মনে হয়, যে সবার সঙ্গে সবার সম্পর্ক একই লেভেলে আপনার থাকবে না। আমি নিশ্চিত, আপনার অফিসে সবার সঙ্গে একই সম্পর্ক নেই।’
ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়েও কথা হচ্ছে। পাপন নিজেই বলেছেন, এটা তামিমের পছন্দ ছিল। তবে দল নির্বাচনের এসব বিষয় বাইরে আসা সমীচীন নয় বলেন মনে করেন তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘দল নির্বাচনের বৈঠকে অনেক আলোচনা হয়। মত বিরোধ থাকে। কিন্তু আমরা একটা দল। ওখান থেকে (বৈঠক থেকে কথা বাইরে আসা) বের হয়ে আসা স্বাস্থ্যকর নয়। তাইজুলকে ভারত সিরিজে না দেখে অবাক হয়েছি। আমি সব সময় পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছি। নাসুমও দারুণ। টি-টোয়েন্টিতে দুর্দান্ত। অল্প সুযোগ পেয়েও ওয়ানডেতে ভালো করেছে। কিন্তু আমরা মনে করেছি, তাইজুল বেশি ভালো হবে (ইংল্যান্ড সিরিজে)। এটা তামিম একাদশের অধিনায়ক হলে পছন্দ-অপছন্দ আসত...কিন্তু আমি বাংলাদেশ দলের অধিনায়ক। আমার কাছে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে