ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
সাকিব-তামিমদের বয়স এরই মধ্যে ৩৫ ছাড়িয়ে গেছে। আর হয়তো বেশিদিন তাঁদের দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার ফেসবুকে আজ পঞ্চপাণ্ডবদের কীর্তি ধরে রাখার ভিন্নধর্মী এক ধারণা দিয়েছেন। ৫ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওর ক্যাপশন হান্নান দিয়েছেন, ‘সাকিব-তামিমদের নিয়ে এই কথাগুলো কাউকে বলিনি এতদিন। আজকে সবার সামনে আনলাম। দেখুন, শুনুন’।
বিসিবি নির্বাচক বলেন, ‘আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কি না। এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যাঁরা রয়েছেন, বোর্ডের সঙ্গে রয়েছেন, সবাই মিলে চিন্তা করতে পারি, এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা। এই পাঁচজনের জার্সি নম্বরটা তাঁদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি। এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম।’
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ সাফল্য পেয়েছে ২০১৫ সালে। মাশরাফির নেতৃত্বে সেবার কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে এই মাশরাফির নেতৃত্বে খেলে সেমিফাইনাল। এছাড়া ২০১২, ২০১৬,২০১৮ তিন এশিয়া কাপে হয়েছে রানার্সআপ। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য বলতে ২০১৯ সালে মাশরাফির নেতৃত্বে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়।
দলীয় অর্জন না থাকলেও সাকিব-তামিমরা যে অসংখ্য রেকর্ড গড়েছেন, সেগুলোর প্রশংসা করেছেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে ‘পঞ্চপাণ্ডব’। এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিকমাধ্যমে সবার কাছে পরিচিত। এই পাঁচজনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে। এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জন কী। সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পাইনি। ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে। এটা নির্দ্বিধায় স্বীকার করি। (সাকিব) আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সবার মধ্যে ছিল। তামিম, রিয়াদ কত রান করেছে, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই।’
মাশরাফি-সাকিবদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পেয়েছে মনে রাখার মতো অনেক জয়। বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হিসেবে পরিণত হয়েছে পঞ্চপাণ্ডবদের জন্যই। তরুণ প্রজন্মের অনেকে সাকিবদের দেখেই ক্রিকেটের প্রতি আগ্রহী হচ্ছেন। বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার কারণে তরুণদের মনমানসিকতা ভালোই জানা হান্নানের। বিসিবি নির্বাচক বলেন, ‘এই (তরুণ) খেলোয়াড়দের অনেকেই সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদকে দেখে বড় হয়েছে। তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছে। এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে, আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব, তখন তার (সাকিব) ৭৫ নম্বর জার্সি পরে খেলব। মাশরাফির মতো হলে ২ নম্বর পরে খেলব। তামিম হলে ২৮, মাহমুদউল্লাহ হলে বা আমাদের যে খেলোয়াড়েরা এই পাঁচজনের ব্যাপারে আলাপ-আলোচনা করছি, তাদের আদর্শ মেনেই বড় হয়েছে অথবা তাদের জার্সি নাম্বার গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে।’
বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
সাকিব-তামিমদের বয়স এরই মধ্যে ৩৫ ছাড়িয়ে গেছে। আর হয়তো বেশিদিন তাঁদের দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার ফেসবুকে আজ পঞ্চপাণ্ডবদের কীর্তি ধরে রাখার ভিন্নধর্মী এক ধারণা দিয়েছেন। ৫ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওর ক্যাপশন হান্নান দিয়েছেন, ‘সাকিব-তামিমদের নিয়ে এই কথাগুলো কাউকে বলিনি এতদিন। আজকে সবার সামনে আনলাম। দেখুন, শুনুন’।
বিসিবি নির্বাচক বলেন, ‘আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কি না। এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যাঁরা রয়েছেন, বোর্ডের সঙ্গে রয়েছেন, সবাই মিলে চিন্তা করতে পারি, এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা। এই পাঁচজনের জার্সি নম্বরটা তাঁদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি। এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম।’
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ সাফল্য পেয়েছে ২০১৫ সালে। মাশরাফির নেতৃত্বে সেবার কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে এই মাশরাফির নেতৃত্বে খেলে সেমিফাইনাল। এছাড়া ২০১২, ২০১৬,২০১৮ তিন এশিয়া কাপে হয়েছে রানার্সআপ। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য বলতে ২০১৯ সালে মাশরাফির নেতৃত্বে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়।
দলীয় অর্জন না থাকলেও সাকিব-তামিমরা যে অসংখ্য রেকর্ড গড়েছেন, সেগুলোর প্রশংসা করেছেন হান্নান। বিসিবি নির্বাচক বলেন, ‘আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে ‘পঞ্চপাণ্ডব’। এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিকমাধ্যমে সবার কাছে পরিচিত। এই পাঁচজনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে। এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জন কী। সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পাইনি। ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে। এটা নির্দ্বিধায় স্বীকার করি। (সাকিব) আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সবার মধ্যে ছিল। তামিম, রিয়াদ কত রান করেছে, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই।’
মাশরাফি-সাকিবদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পেয়েছে মনে রাখার মতো অনেক জয়। বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দল হিসেবে পরিণত হয়েছে পঞ্চপাণ্ডবদের জন্যই। তরুণ প্রজন্মের অনেকে সাকিবদের দেখেই ক্রিকেটের প্রতি আগ্রহী হচ্ছেন। বয়সভিত্তিক দল নিয়ে কাজ করার কারণে তরুণদের মনমানসিকতা ভালোই জানা হান্নানের। বিসিবি নির্বাচক বলেন, ‘এই (তরুণ) খেলোয়াড়দের অনেকেই সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদকে দেখে বড় হয়েছে। তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছে। এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে, আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব, তখন তার (সাকিব) ৭৫ নম্বর জার্সি পরে খেলব। মাশরাফির মতো হলে ২ নম্বর পরে খেলব। তামিম হলে ২৮, মাহমুদউল্লাহ হলে বা আমাদের যে খেলোয়াড়েরা এই পাঁচজনের ব্যাপারে আলাপ-আলোচনা করছি, তাদের আদর্শ মেনেই বড় হয়েছে অথবা তাদের জার্সি নাম্বার গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে।’
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
২৪ মিনিট আগেদাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
৪৪ মিনিট আগেভুটানে মেয়েদের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে থিম্পু সিটির হয়ে গোলের দেখা পান মারিয়া মান্দা। এ ছাড়া তিনটি অ্যাসিস্ট করেন শামসুন্নাহার সিনিয়র। আজ ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন কৃষ্ণা রানি সরকার। গোল পেয়েছেন মাসুরা পারভীনও।
১ ঘণ্টা আগেশিরোপাশূন্য মৌসুম কাটানোর পথে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির সঙ্গে লস ব্লাঙ্কোসদের অধ্যায়ও শেষ হচ্ছে জুনে—কদিন ধরে এটাই হচ্ছিল আলোচনা। ইতালিয়ান কোচের পর রিয়ালের হাল ধরবেন কে? এ দৌড়ে একজনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল—জাভি আলোনসো।
১ ঘণ্টা আগে