Ajker Patrika

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বিকেলে এলোমেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮: ০৫
প্রথম সেশনটা সাদমান-বিজয় নির্বিঘ্নে পার করলেও শেষ বিকেলে বাংলাদেশ উইকেট উপহার দিয়েছে।  ছবি: বিসিবি
প্রথম সেশনটা সাদমান-বিজয় নির্বিঘ্নে পার করলেও শেষ বিকেলে বাংলাদেশ উইকেট উপহার দিয়েছে। ছবি: বিসিবি

সকাল থেকে চা বিরতি পর্যন্ত আজ সাবলীলভাবেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে এসে এলোমেলো হয়ে যায় তারা। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম—প্রত্যেকেই উইকেট উপহার দিয়ে এসেছেন জিম্বাবুয়েকে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম দিনের বিকেল থেকে দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। চার বছর পর টেস্ট সেঞ্চুরি পাওয়া সাদমান আউট হওয়ার পর মুমিনুল হক দ্রুত ড্রেসিংরুমের পথ ধরলেও শান্ত-মুশফিক সাবলীলভাবে দলকে টানতে থাকেন। তবে নিজেদের ভুলেই তাঁরা হারিয়েছে উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে শান্তর দলের স্কোর হয়েছে ৭ উইকেটে ২৯১ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৮৭ ওভার। স্বাগতিকদের লিড ৬৪ রানের।

প্রথম ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পার করে বাংলাদেশ। চা বিরতির পর শান্ত, মুশফিক খেলতে থাকেন সাবলীলভাবে। ৬১তম ওভারে ব্রায়ান বেনেটের ওভার থেকে শান্ত একাই নিয়েছেন ১১ রান। একটি করে চার ও ছক্কা মেরেছেন শান্ত। এক ওভার বিরতি দিয়ে বেনেট বোলিং করতে এসে মুশফিকের কাছে খেয়েছেন ২ চার। এরপর ৬৮তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে একটি করে চার মেরেছেন মুশফিক ও শান্ত।

সাবলীলভাবে চলতে থাকা শান্ত-মুশফিকের ৬৫ রানের জুটি ভেঙেছেন জিম্বাবুয়ের অভিষিক্ত লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ৭১তম ওভারের চতুর্থ বলে মাসেকেসাকে আলতো ফ্লিক করে শান্ত মিড উইকেটে দাঁড়িয়ে থাকা নিকোলাস ওয়েলচের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ৫৪ বলে ৩ চার ও ১ ছক্কায় করেছেন ২৩ রান। শান্ত-মুশফিকের জুটি টিকেছে ৯৯ বল।

শান্ত আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে জাকের যে চার মেরেছেন, সেটা এজ হয়ে এসেছে। তবে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৭৫তম ওভারের দ্বিতীয় বলে জাকেরকে কট এন্ড বোল্ড করেন মাসেকেসা। ১৩ বলে ৫ রান করেন জাকের।

শান্ত, জাকেরের উইকেট হারানোর পর মুশফিক, নাঈম হাসানের উইকেটটাও দ্রুত হারায় বাংলাদেশ। ৭৭তম ওভারের শেষ বলে মাসেকেসাকে ঠেলে সিঙ্গেল নিতে যান মুশফিক। ননস্ট্রাইক প্রান্তে ডিরেক্ট থ্রোতে রানআউট করেন ওয়েসলি মাধেভেরে। ডাইভ দিয়েও নিজের উইকেটটা বাঁচাতে পারেননি মুশফিক। ৫৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

মাসেকেসার বোলিংয়ের সামনেই মূলত শেষ বিকেলে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। ৮৩তম ওভারের শেষ বলে নাঈমকে ফেরান জিম্বাবুয়ের এই লেগস্পিনার। ২০ রানে ৪ উইকেট হারিয়ে ৮৩ ওভারে ৭ উইকেটে ২৭৯ রানে পরিণত হয় বাংলাদেশ। দিনের বাকি ৪ ওভার নিরাপদে পাড়ি দেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ ৩৭ বলে ১৬ রান করেছেন। তাইজুলের স্কোর ৫ রান। খেলেছেন ১১ বল।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত