Ajker Patrika

দামি কোচের তালিকায় ছয়ে বাংলাদেশের কোচ

সাহিদ রহমান অরিন, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৩১
দামি কোচের তালিকায় ছয়ে বাংলাদেশের কোচ

ফুটবলে কোচই সর্বেসর্বা। ক্রিকেট সেখানে ‘ক্যাপ্টেনস গেম’। পুরোপুরি ফুটবলের মতো না হলেও আধুনিক ক্রিকেটে কোচদের প্রভাব কিংবা ভূমিকা দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বদলে দিয়েছে সনাতন কোচিং ধারাটাই। এ কারণে ফুটবলের মতো ক্রিকেটেও এখন কোচদের কদর আর পারিশ্রমিক বাড়ছে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানিতে এখন প্রচুর নামডাক থাকা উঁচু মানের কোচকে জাতীয় দলের জন্য পাওয়াও কঠিন হয়ে যায় ক্রিকেট বোর্ডগুলোর। একটা ফ্র্যাঞ্চাইজি দলকে দুই মাস সময় দিয়ে যেখানে কোটি কোটি টাকা আয় করা যায়, একটি জাতীয় দলে সারা বছর কাজ করেও সে পরিমাণ অর্থ মেলে না।

স্বাভাবিকভাবেই জাতীয় দলের কোচ নিয়োগে ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। উঁচু মানের কোচ পেতে তারাও বড় অঙ্কের পারিশ্রমিক দিতে সংকোচ করছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কথায় ধরুন। বিদেশি কোচদের পেছনে ২০১৯-২০ অর্থবছরে বিসিবি ব্যয় করেছে ৮ কোটি ২ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে সেটি ছিল ৯ কোটি ৩৫ লাখ টাকা।

 ২০১৪ সালে চন্ডিকা হাথুরুসিংহে কোচ হওয়ার পর বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত কিছু সাফল্য পেয়েছে। হাথুরুর হাত ধরে আরও একটি জায়গায় বড় পরিবর্তন এসেছে দেশের ক্রিকেটে। তাঁকে দিয়েই উচ্চ পারিশ্রমিক দেওয়ার রীতিটা চালু বিসিবিতে। হাথুরুকে একটা পর্যায়ে মাসে ২৭ হাজার ডলার (২১ লাখ টাকা) বেতন দিয়েছে বিসিবি। বর্তমান কোচ ডমিঙ্গোর মাসে বেতন ১৫ হাজার ডলার বা ১২ লাখ টাকা। ৪৭ বছর বয়সী প্রোটিয়া কোচ বছরে পেয়ে থাকেন প্রায় দেড় কোটি টাকা।

কোচদের পারিশ্রমিকের পরিসংখ্যানে ক্রিকেট বিশ্বে ডমিঙ্গোর অবস্থান ছয়ে। কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অন্তত তা-ই বলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বেতনের নিরিখে বিশ্বের শীর্ষ আট কোচের তালিকা প্রকাশ করেছে তারা। অনুমিতভাবেই কোচদের পারিশ্রমিকের তালিকায় শীর্ষ তিনে রয়েছেন ভারতের রবি শাস্ত্রী, অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার ও ইংল্যান্ডের ক্রিস সিলভারউড। বেতনে অবশ্য শাস্ত্রীর ধারেকাছেও নেই ল্যাঙ্গার-সিলভারউড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত