নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল। সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে। আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’
পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’
এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল। সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে। আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’
পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’
এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে