এক বছর আগেও পার্থক্যটা ছিল অনেক। ২০১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল বাংলাদেশি মুদ্রায় ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। চার মিলিয়ন ডলার পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর গত বছর হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিই ছিল মোট ৪৩ কোটি ৫০ লাখ টাকা। চ্যাম্পিয়নরা পায় ১৪ কোটি ৩৫ লাখ টাকা।
এই আর্থিক বৈষম্য আর থাকছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ও নারী ইভেন্টে। এখন থেকে ছেলে-মেয়ে ক্রিকেটারদের সমান টাকার পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিশ্চিত করা হয়, আইসিসি ২০৩০ সালের সমান প্রাইজমানির প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন থেকে আইসিসির ইভেন্টে পুরুষ ও নারী দল সমান প্রাইজমানি পাবে।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘এটা আমাদের খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি উচ্ছ্বসিত, আইসিসির বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের সমানভাবে পুরস্কৃত করা হবে।’
বার্কলে আরও যোগ করেছেন, ‘২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট প্রাইজমানির লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতি বছর নারী ইভেন্টে প্রাইজমানি বাড়িয়েছি এবং এখন আমরা এখানে। নারী বিশ্বকাপজয়ীরাও পুরুষ বিশ্বকাপজয়ীদের সমান প্রাইজমানি পাবে। টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ক্ষেত্রেও এটা হবে।’
২০২০ ও ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। যেটা ছিল ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির পাঁচ গুণ।
এক বছর আগেও পার্থক্যটা ছিল অনেক। ২০১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল বাংলাদেশি মুদ্রায় ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। চার মিলিয়ন ডলার পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর গত বছর হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিই ছিল মোট ৪৩ কোটি ৫০ লাখ টাকা। চ্যাম্পিয়নরা পায় ১৪ কোটি ৩৫ লাখ টাকা।
এই আর্থিক বৈষম্য আর থাকছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ও নারী ইভেন্টে। এখন থেকে ছেলে-মেয়ে ক্রিকেটারদের সমান টাকার পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিশ্চিত করা হয়, আইসিসি ২০৩০ সালের সমান প্রাইজমানির প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন থেকে আইসিসির ইভেন্টে পুরুষ ও নারী দল সমান প্রাইজমানি পাবে।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘এটা আমাদের খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি উচ্ছ্বসিত, আইসিসির বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের সমানভাবে পুরস্কৃত করা হবে।’
বার্কলে আরও যোগ করেছেন, ‘২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট প্রাইজমানির লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতি বছর নারী ইভেন্টে প্রাইজমানি বাড়িয়েছি এবং এখন আমরা এখানে। নারী বিশ্বকাপজয়ীরাও পুরুষ বিশ্বকাপজয়ীদের সমান প্রাইজমানি পাবে। টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ক্ষেত্রেও এটা হবে।’
২০২০ ও ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। যেটা ছিল ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির পাঁচ গুণ।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৫ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
৫ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
৯ ঘণ্টা আগে