এক বছর আগেও পার্থক্যটা ছিল অনেক। ২০১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল বাংলাদেশি মুদ্রায় ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। চার মিলিয়ন ডলার পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর গত বছর হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিই ছিল মোট ৪৩ কোটি ৫০ লাখ টাকা। চ্যাম্পিয়নরা পায় ১৪ কোটি ৩৫ লাখ টাকা।
এই আর্থিক বৈষম্য আর থাকছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ও নারী ইভেন্টে। এখন থেকে ছেলে-মেয়ে ক্রিকেটারদের সমান টাকার পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিশ্চিত করা হয়, আইসিসি ২০৩০ সালের সমান প্রাইজমানির প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন থেকে আইসিসির ইভেন্টে পুরুষ ও নারী দল সমান প্রাইজমানি পাবে।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘এটা আমাদের খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি উচ্ছ্বসিত, আইসিসির বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের সমানভাবে পুরস্কৃত করা হবে।’
বার্কলে আরও যোগ করেছেন, ‘২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট প্রাইজমানির লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতি বছর নারী ইভেন্টে প্রাইজমানি বাড়িয়েছি এবং এখন আমরা এখানে। নারী বিশ্বকাপজয়ীরাও পুরুষ বিশ্বকাপজয়ীদের সমান প্রাইজমানি পাবে। টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ক্ষেত্রেও এটা হবে।’
২০২০ ও ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। যেটা ছিল ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির পাঁচ গুণ।
এক বছর আগেও পার্থক্যটা ছিল অনেক। ২০১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল বাংলাদেশি মুদ্রায় ১০৮ কোটি ৭৫ লাখ টাকা। চার মিলিয়ন ডলার পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর গত বছর হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিই ছিল মোট ৪৩ কোটি ৫০ লাখ টাকা। চ্যাম্পিয়নরা পায় ১৪ কোটি ৩৫ লাখ টাকা।
এই আর্থিক বৈষম্য আর থাকছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ও নারী ইভেন্টে। এখন থেকে ছেলে-মেয়ে ক্রিকেটারদের সমান টাকার পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিশ্চিত করা হয়, আইসিসি ২০৩০ সালের সমান প্রাইজমানির প্রতিশ্রুতি পূরণ করেছে। এখন থেকে আইসিসির ইভেন্টে পুরুষ ও নারী দল সমান প্রাইজমানি পাবে।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘এটা আমাদের খেলার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি উচ্ছ্বসিত, আইসিসির বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের সমানভাবে পুরস্কৃত করা হবে।’
বার্কলে আরও যোগ করেছেন, ‘২০১৭ সাল থেকে একটি নির্দিষ্ট প্রাইজমানির লক্ষ্যে পৌঁছাতে আমরা প্রতি বছর নারী ইভেন্টে প্রাইজমানি বাড়িয়েছি এবং এখন আমরা এখানে। নারী বিশ্বকাপজয়ীরাও পুরুষ বিশ্বকাপজয়ীদের সমান প্রাইজমানি পাবে। টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ক্ষেত্রেও এটা হবে।’
২০২০ ও ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকা। যেটা ছিল ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির পাঁচ গুণ।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
১২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
১৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১৬ ঘণ্টা আগে