বাবর আজমের ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসা করে আসছেন ইমরান খান। পাকিস্তানের বর্তমান অধিনায়কের খেলায় মুগ্ধ সাবেক অধিনায়ক। ফলে তাঁকে নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এবারও উত্তরসূরিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
অন্যবারের থেকে ইমরানের এবারের প্রশংসা বাবরের জন্য বড় পাওয়া। কেননা কয়েক মাস ধরেই অধিনায়কত্ব নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ তিনি। তাঁকে দেশের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন অনেকে। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই পাকিস্তান খেলবে বলে জানা গেছে।
এমন অস্বস্তির মাঝে নিশ্চয়ই ইমরানের প্রশংসা বাবরের জন্য স্বস্তির। সম্প্রতি এক স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘আমাদের অধিনায়ক অসাধারণ একজন ব্যাটার। অনেক দিন পর এমন দুর্দান্ত একজন ব্যাটারকে দেখছি। তাঁকে সব দিক থেকে বিশ্লেষণ করে দেখেছি। কারণ ব্যাটারদের আমি বিশ্লেষণ করি বোলিংয়ের দিক থেকে।’
বাবর তাঁর সমসাময়িকদের পেছনে ফেলতে পারেন বলে বিশ্বাস ইমরানের। সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম বলেছেন, ‘বাবরের টেকনিক, প্রতিভা এবং টেমপারমেন্ট সবই দুর্দান্ত। একজন ব্যাটারের মধ্যে এই তিন গুণ খুবই বিরল। কিন্তু তাঁর মধ্যে সবই আছে। তাঁর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার।’
প্রধানমন্ত্রী থাকার সময় বাবরকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন বলে গত নভেম্বর জানিয়েছিলেন ইমরান। তাঁর পরামর্শেই ২০১৯ সালে বাবরকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরফরাজ আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এখনো নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ব্যাটার।
বাবর আজমের ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসা করে আসছেন ইমরান খান। পাকিস্তানের বর্তমান অধিনায়কের খেলায় মুগ্ধ সাবেক অধিনায়ক। ফলে তাঁকে নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এবারও উত্তরসূরিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
অন্যবারের থেকে ইমরানের এবারের প্রশংসা বাবরের জন্য বড় পাওয়া। কেননা কয়েক মাস ধরেই অধিনায়কত্ব নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ তিনি। তাঁকে দেশের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন অনেকে। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই পাকিস্তান খেলবে বলে জানা গেছে।
এমন অস্বস্তির মাঝে নিশ্চয়ই ইমরানের প্রশংসা বাবরের জন্য স্বস্তির। সম্প্রতি এক স্থানীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘আমাদের অধিনায়ক অসাধারণ একজন ব্যাটার। অনেক দিন পর এমন দুর্দান্ত একজন ব্যাটারকে দেখছি। তাঁকে সব দিক থেকে বিশ্লেষণ করে দেখেছি। কারণ ব্যাটারদের আমি বিশ্লেষণ করি বোলিংয়ের দিক থেকে।’
বাবর তাঁর সমসাময়িকদের পেছনে ফেলতে পারেন বলে বিশ্বাস ইমরানের। সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম বলেছেন, ‘বাবরের টেকনিক, প্রতিভা এবং টেমপারমেন্ট সবই দুর্দান্ত। একজন ব্যাটারের মধ্যে এই তিন গুণ খুবই বিরল। কিন্তু তাঁর মধ্যে সবই আছে। তাঁর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে অন্যদের থেকে এগিয়ে যাওয়ার।’
প্রধানমন্ত্রী থাকার সময় বাবরকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন বলে গত নভেম্বর জানিয়েছিলেন ইমরান। তাঁর পরামর্শেই ২০১৯ সালে বাবরকে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরফরাজ আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এখনো নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ব্যাটার।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৯ ঘণ্টা আগে