নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল ছিলেন অচেনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দেখা গেল সেই তামিমের রুদ্ররূপ। এই বিপিএলে পেয়েছেন প্রথম ফিফটি। ৪৭ বলে করেছেন ৬০ রান। তাঁর ইনিংসে চড়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে খুলনা টাইগার্সও। রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। আগে ব্যাটিং করে খুলনাকে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিতে পারে তারা। ১০ বল হাতে রেখে সে লক্ষ্য তাড়া করে খুলনা।
ওপেনিং জুটিতে তামিম ও মুনিম শাহরিয়ার খুলনার জয়ের ভিত গড়ে দেন। দুজনে মিলে ৫.৩ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে আফগান পেসার হযরতউল্লাহ ওমরজাই ড্রেসিংরুমে ফেরান মুনিমকে। শোয়েব মালিকের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ বলে ২১ রান করেন খুলনার এই ওপেনার।
মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন তামিম। দুজনের ৮৯ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে জয় নিশ্চিত হয় খুলনার। ৬০ রানে তামিম এবং ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন জয়।
এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর পরিবর্তে নেতৃত্বে দেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব।
প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। খুলনার দুই পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের বোলিংয়ের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারেনি দলের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান আসে মেহেদী হাসানের ব্যাট থেকে। ২৪ বলে ২৫ রান করেন পারেভজ হোসেন ইমন। নাঈম শেখ ১৩ ও রাকিবুল হাসান ১২ রান করেন। এ ছাড়া আর কোনো ব্যাটার এক অঙ্কের ঘর পেরোতে পারেননি।
খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া আমাদ বাট ৩ ও নাহিদুল ইসলাম নেন ২ উইকেট।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল ছিলেন অচেনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দেখা গেল সেই তামিমের রুদ্ররূপ। এই বিপিএলে পেয়েছেন প্রথম ফিফটি। ৪৭ বলে করেছেন ৬০ রান। তাঁর ইনিংসে চড়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে খুলনা টাইগার্সও। রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। আগে ব্যাটিং করে খুলনাকে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিতে পারে তারা। ১০ বল হাতে রেখে সে লক্ষ্য তাড়া করে খুলনা।
ওপেনিং জুটিতে তামিম ও মুনিম শাহরিয়ার খুলনার জয়ের ভিত গড়ে দেন। দুজনে মিলে ৫.৩ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে আফগান পেসার হযরতউল্লাহ ওমরজাই ড্রেসিংরুমে ফেরান মুনিমকে। শোয়েব মালিকের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ বলে ২১ রান করেন খুলনার এই ওপেনার।
মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন তামিম। দুজনের ৮৯ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে জয় নিশ্চিত হয় খুলনার। ৬০ রানে তামিম এবং ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন জয়।
এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর পরিবর্তে নেতৃত্বে দেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব।
প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। খুলনার দুই পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের বোলিংয়ের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারেনি দলের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান আসে মেহেদী হাসানের ব্যাট থেকে। ২৪ বলে ২৫ রান করেন পারেভজ হোসেন ইমন। নাঈম শেখ ১৩ ও রাকিবুল হাসান ১২ রান করেন। এ ছাড়া আর কোনো ব্যাটার এক অঙ্কের ঘর পেরোতে পারেননি।
খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া আমাদ বাট ৩ ও নাহিদুল ইসলাম নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে