ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন থেকে এজবাস্টন—ভারতের ম্যাচ মানেই যেন ‘লাইমলাইটে’ চলে আসবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কখনো টিভি আম্পায়ার, কখনোবা মাঠের আম্পায়ার হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা হবেই। এবার সৈকতের আম্পায়ারিং নজর কেড়েছে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
এজবাস্টনে গতকাল শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকতের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। দুই মাঠের আম্পায়ারের মধ্যে সৈকতকে নিয়ে ছিল আলোচনা। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ১০ বার। যার মধ্যে ২ বার তাঁর সিদ্ধান্ত বদলেছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে চাপের মুহূর্তে ১০টার মধ্যে ৮টা সিদ্ধান্ত সঠিকভাবে দিয়েছেন বলে সৈকতের প্রশংসা করেছেন হার্শা। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল টেস্টের পঞ্চম দিনে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের আম্পায়ারিং আশা করবেন। তবে শরফুদ্দৌলা সৈকত আসলেই দুর্দান্ত।’
এজবাস্টনে গতকাল টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না। এখানে ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে।
The umpiring in this match has been outstanding. You expect a certain standard from Chris Gaffaney but Sharfudulla Saikat has been excellent.
— Harsha Bhogle (@bhogleharsha) July 6, 2025
স্টোকসের সঙ্গে সৈকতের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে এজবাস্টন টেস্টে। এটা হয়েছে শুক্রবার তৃতীয় দিনে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন। পরে দেখা যায়, জয়সওয়ালের রিভিউটাও নষ্ট হয়েছে।
এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরেছে ভারত। রানের হিসেবে টেস্টে এটা ঘরের বাইরে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। লর্ডসে ১০ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট।
মেলবোর্ন থেকে এজবাস্টন—ভারতের ম্যাচ মানেই যেন ‘লাইমলাইটে’ চলে আসবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কখনো টিভি আম্পায়ার, কখনোবা মাঠের আম্পায়ার হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা হবেই। এবার সৈকতের আম্পায়ারিং নজর কেড়েছে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
এজবাস্টনে গতকাল শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকতের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। দুই মাঠের আম্পায়ারের মধ্যে সৈকতকে নিয়ে ছিল আলোচনা। বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে ১০ বার। যার মধ্যে ২ বার তাঁর সিদ্ধান্ত বদলেছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে চাপের মুহূর্তে ১০টার মধ্যে ৮টা সিদ্ধান্ত সঠিকভাবে দিয়েছেন বলে সৈকতের প্রশংসা করেছেন হার্শা। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল টেস্টের পঞ্চম দিনে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে অসাধারণ আম্পায়ারিং হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের আম্পায়ারিং আশা করবেন। তবে শরফুদ্দৌলা সৈকত আসলেই দুর্দান্ত।’
এজবাস্টনে গতকাল টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না। এখানে ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে।
The umpiring in this match has been outstanding. You expect a certain standard from Chris Gaffaney but Sharfudulla Saikat has been excellent.
— Harsha Bhogle (@bhogleharsha) July 6, 2025
স্টোকসের সঙ্গে সৈকতের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে এজবাস্টন টেস্টে। এটা হয়েছে শুক্রবার তৃতীয় দিনে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন জশ টাঙ। বাংলাদেশি আম্পায়ার সৈকত দ্রুতই আঙুল তুলে দেন। জয়সওয়াল তাঁর সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে জয়সওয়াল রিভিউ নিলে স্টোকস তেড়ে যান সৈকতের দিকে। ইংল্যান্ড অধিনায়ক বোঝাতে চেয়েছেন, রিভিউর জন্য যে ১৫ সেকেন্ড প্রয়োজন, সেই সময় শেষ হওয়ার পরও কেন জয়সওয়ালের আবেদন সৈকত গ্রহণ করলেন। পরে দেখা যায়, জয়সওয়ালের রিভিউটাও নষ্ট হয়েছে।
এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরেছে ভারত। রানের হিসেবে টেস্টে এটা ঘরের বাইরে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। লর্ডসে ১০ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে