কানাডা থেকে শ্রীলঙ্কা-বিশ্বের দুই প্রান্তে এক মাসের ব্যবধানে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন লিটন দাস। চ্যাম্পিয়ন হওয়ার সৌভাঘ্য তো হয়নি, দুই টুর্নামেন্টেই লিটন ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জুলাইয়ে হয়েছিল কানাডায়। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছেন লিটন। এরপর আগস্টে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন গল টাইটানসের হয়ে। দুই টুর্নামেন্ট মিলে খেলেছেন ১১ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১০ ম্যাচে। ১৮.৬০ গড় ও ১০২.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ১৮৬ রান। ১০ ম্যাচে করেছেন একটা ফিফটি।
এলপিএলে একদম শেষের দিকে এসে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। কলম্বোর প্রেমাদাসায় গত ১৫ আগস্ট কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় গল টাইটানস। এই ম্যাচে গলকে ৭৫ রানের লক্ষ্য দিয়েছিল কলম্বো। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটনের কাছে সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার। তবে তিনি ৪ বলে ১ রান করে আউট হয়েছেন। এরপরে কোয়ালিফায়ার ওয়ানে গলের প্রতিপক্ষ ছিল ডাম্বুলা অরা। এই ম্যাচেও তিন নম্বরে ব্যাটিং করেছেন ও আইট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ৭ বলে করেছেন ৮ রান, যার মধ্যে ১টি চার মেরেছেন।
দুই ম্যাচ তিন নম্বরে ব্যাটিং করার পর লিটনকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল গতকাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বি লাভ ক্যান্ডির বিপক্ষে খেলেছিল গল। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ৪ চারে করেছেন ২৫ রান। ৩৫ রানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে থেমে যায় গলের এলপিএল অভিযান।
তার আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন লিটন। পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ শুরু করে ইনিংস বড় করতে না পারা, কখনো বা ম্যাচ শেষ করার সুযোগ পেয়েও করতে পারেননি। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেছেন। জাগুয়ার্সের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন লিটন। যা তাঁর একমাত্র ফিফটি। ফাইনালে উঠে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি জাগুয়ার্সের। শেষ বলে ছক্কা মেরে মন্ট্রিয়ল টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল।
কানাডা থেকে শ্রীলঙ্কা-বিশ্বের দুই প্রান্তে এক মাসের ব্যবধানে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন লিটন দাস। চ্যাম্পিয়ন হওয়ার সৌভাঘ্য তো হয়নি, দুই টুর্নামেন্টেই লিটন ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জুলাইয়ে হয়েছিল কানাডায়। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছেন লিটন। এরপর আগস্টে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন গল টাইটানসের হয়ে। দুই টুর্নামেন্ট মিলে খেলেছেন ১১ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১০ ম্যাচে। ১৮.৬০ গড় ও ১০২.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ১৮৬ রান। ১০ ম্যাচে করেছেন একটা ফিফটি।
এলপিএলে একদম শেষের দিকে এসে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। কলম্বোর প্রেমাদাসায় গত ১৫ আগস্ট কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় গল টাইটানস। এই ম্যাচে গলকে ৭৫ রানের লক্ষ্য দিয়েছিল কলম্বো। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটনের কাছে সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার। তবে তিনি ৪ বলে ১ রান করে আউট হয়েছেন। এরপরে কোয়ালিফায়ার ওয়ানে গলের প্রতিপক্ষ ছিল ডাম্বুলা অরা। এই ম্যাচেও তিন নম্বরে ব্যাটিং করেছেন ও আইট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ৭ বলে করেছেন ৮ রান, যার মধ্যে ১টি চার মেরেছেন।
দুই ম্যাচ তিন নম্বরে ব্যাটিং করার পর লিটনকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল গতকাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বি লাভ ক্যান্ডির বিপক্ষে খেলেছিল গল। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ৪ চারে করেছেন ২৫ রান। ৩৫ রানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে থেমে যায় গলের এলপিএল অভিযান।
তার আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন লিটন। পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ শুরু করে ইনিংস বড় করতে না পারা, কখনো বা ম্যাচ শেষ করার সুযোগ পেয়েও করতে পারেননি। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেছেন। জাগুয়ার্সের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন লিটন। যা তাঁর একমাত্র ফিফটি। ফাইনালে উঠে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি জাগুয়ার্সের। শেষ বলে ছক্কা মেরে মন্ট্রিয়ল টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে