অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।
অ্যাডিলেডে দিনের শুরুটা হলো অঘটন দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের টিকিট দিয়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু নেদারল্যান্ডসের মনে হয়, ওই হিসেবে আপত্তি ছিল। যেটি প্রোটিয়াদের বিপত্তি ঘটিয়েই ক্ষান্ত হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের সমীকরণ ছিল কোনোরকম জয় পেলেই সেমিফাইনালে চলে যায়। কিন্তু সেখানে মরণ কামড় বসিয়ে দিয়েছে ডাচরা।১৫৯ রানের লক্ষ্য দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থামিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এর ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সহজ সুযোগ এসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের সামনে। গ্রুপ-২ এ পরের ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। যারা জিতবে তারাই চলে যাবে শেষ চারে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পাকিস্তান পাবে সেমিতে খেলার সুযোগ।
গত ম্যাচেই জিম্বাবুয়েকে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। ওই আত্মবিশ্বাস যেন তাদের কয়েক পা আগে বাড়ানোর অনুপ্রেরণাই দিয়ে গেছে। এর আগেই ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছিলেন, 'শেষ দুটি ম্যাচ জিতেই ফিরতে চাই।' তাঁর কথারই বাস্তবায়ন হলো।
কলিন অাকেরম্যানের ২৬ বলে ৪১, টম কুপারের ১৯ বলে ৩৫, স্তেফান মাইবুরের ৩৭ এবং ম্যাক্স ও'ডাউড রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
বল হাতে ব্রেন্ডন গ্লোভার, বাস ডি লিডস ও ফ্রেড ক্লাসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৮ উইকেট ১৪৫ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
রাইলি রুশো ২৫, টেম্বা বাভুমা ২০ ও হেনরিখ ক্লাসেন ২১ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট বড় ইনিংস ছিল না।নেদারল্যান্ডসের হয়ে গ্লোভার ৩টি, লিডস ও ক্লাসেন ২টি করে উইকেট নিয়েছেন।ম্যাচ সেরা হয়েছেন কলিন অ্যাকারম্যান।
২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
২ মিনিট আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩০ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে